ফাইল চিত্র।
দুর্যোগের কালো মেঘ কাটছেই না অসমে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হল উত্তর-পূর্বের এই রাজ্যে। এর জেরে আবারও প্রাণহানি ঘটল। গত ২৪ ঘণ্টায় তিন শিশু-সহ আরও নয় জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন দু’জন পুলিশকর্মী। এক জনের দেহ পাওয়া গিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বন্যা পরিস্থিতিতে ছয় জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনের মৃত্যু হয়েছে ধসের জেরে। কাছাড় জেলায় ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়াও কমপক্ষে আট জন নিখোঁজ। রবিবার সন্ধ্যা পর্যন্ত অসমে বন্যায় বিধ্বস্ত মানুষের সংখ্যা ৪২ লাখের গণ্ডি পার করেছে। কাছাড় জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বরপেটায়। বাজালি, কামরূপ, করিমগঞ্জ, উদলগুড়িতে এক জন করে মৃত্যুর খবর মিলেছে। ডিব্রুগড়ে চার জন নিখোঁজ হয়েছেন। কাছাড়, হোজাই, তমুলপুর, উদলগুড়িতে এক জন করে নিখোঁজ।
Assam | Two police personnel- a constable and an officer washed away in flood waters in Central Assam's Kampur area, Nagaon district, late Sunday night.
— ANI (@ANI) June 20, 2022
Constable's body recovered, search on for the missing police officer: Kampur Police Station
জলের তলায় অসমের প্রায় পাঁচ হাজার ১৩৭ টি গ্রাম। প্লাবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা। সেখানে ১২.৭৬ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগাঁওতে ৩.৬৪ লাখেরও বেশি মানুষ বিপর্যস্ত। বাজালি, বক্সা, বরপেটা, কাছাড়-সহ অসমের ৩৩টি জেলার পরিস্থিতি খারাপ।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা, আধা সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল উদ্ধারকাজে সাহায্য করছে। ৭৪৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১ লক্ষ ৮৬ হাজারেরও বেশি মানুষ। অসমের পরিস্থিতি নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy