Advertisement
১১ জানুয়ারি ২০২৫
National News

প্রতিবাদেই পালিত মাঘ বিহু

সকালেই অসমিয়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমবাসীকে মাঘ বিহুর শুভেচ্ছা জানান। অসমিয়ায় শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০১:৩২
Share: Save:

গত কয়েক মাস ধরে চলতে থাকা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ-বিক্ষোভকে সঙ্গী করেই মাঘ বিহু উদযাপন করল অসম।

সকালেই অসমিয়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমবাসীকে মাঘ বিহুর শুভেচ্ছা জানান। অসমিয়ায় শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। কিন্তু কোনও লাভ হয়নি তাতে। রাজ্যের বিভিন্ন স্থানে সব অশুভকে নাশ করা ও পরিবারের মঙ্গলকামনায় মেজি ও ভেলাঘর পোড়ানোর সময় ছাত্র, শিল্পী, নাগরিক সমাজের ডাকে সাড়া দিয়ে পোড়ানো হয় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিলিপিও।

গত রাতে উড়ুকার ভোজ বা আজ সকালে মেজি পোড়ানো ও বিহুর উৎসবের সময়ও বিভিন্ন বিহুটুলিতে দেখা গিয়েছে সিএএ বিরোধী পোস্টার। এর মধ্যেই কামরূপের রঙিয়ায় সিএএ বিরোধী পোস্টার থাকা মেজি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাতে পুড়িয়ে দিয়ে যাওয়ায় উত্তেজনা ছড়ায়। কৃষক মুক্তি সংগ্রেম সমিতির নেতা অখিল গগৈয়ের মুক্তির দাবিতে সদস্যরা বিভিন্ন জেলায় উড়ুকার ভোজ ছেড়ে অনশনে শামিল হয়। অন্য দিকে, চড়াইদেও জেলায় ভোগালির দিন ঘর ছেড়ে জেলাশাসকের দফতরের বাইরে জড়ো হন আলফায় যোগ দেওয়া ১১ তরুণের পরিবার। পরিবারের সদস্যরা দফতরের সামনে বসে পরেশ বরুয়ার উদ্দেশে অনুরোধ জানান, ওই যুবকদের যেন অবিলম্বে ঘরে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: সাগর থেকে নদ-নদী, মকর স্নানে পুণ্য সঞ্চয়ে ঢল

মাঘ বিহু উপলক্ষে তাঁর ডিব্রুগড়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কিন্তু তাঁর বিমান নামার পরেই স্থানীয় আসু সদস্যরা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ ১৩ জনের মুখ-সহ পঞ্চাশ ফুটের উঁচু কুশপুতুল দাহ করে।

অন্য বিষয়গুলি:

Assam Magh Bihu CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy