সোমবার সংসদের বাইরে মোদী ছবি: পিটিআই।
সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃষ্টিস্নাত রাজধানীর সংসদ ভবনের সামনে দাঁড়িয়েই তিনি বললেন, ‘‘সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি। সরকার সব তথ্য দিতে তৈরি। সরকারকে তীক্ষ্ণ প্রশ্ন করুন, শান্তিপূর্ণভাবে সরকারকে উত্তর দিতে দিন।’’
রবিবারই সর্বদল বৈঠকে সাংসদদের উদ্দেশে বার্তা দিয়ে মোদী বলেছিলেন, তাঁর সরকার নিয়ম মেনে যে কোনও বিষয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত।
সোমবার সংসদ ভবনে উপস্থিত হয়ে মোদী ফের বললেন, ‘‘বিরোধীদের সমস্ত কড়া প্রশ্ন শুনবে সরকার। কিন্তু সরকারকেও নিয়ম মেনে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। তা হলেই দেশের গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আশা-ভরসা আরও মজবুত হবে।’’
সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ‘‘৪০ কোটি টিকা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। দেশে সুস্থতার হার বেড়ে ৯৭.৩২ শতাংশ। রাজ্যগুলিকে ৪২.১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy