As divorce granted, Rajiv Modi gave 200 crores alimony to wife dgtl
rajiv modi
বিবাহবিচ্ছেদের পর ২০০ কোটি টাকা খোরপোশ দিলেন ইনি!
দিন কয়েক আগে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে মণিকার নামে ওই টাকা জমা করেন রাজীব।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ১৩:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
এক বা দুই কোটি নয়, বিবাহবিচ্ছেদের জন্য স্ত্রীকে ২০০ কোটি টাকা খোরপোশ দিলেন রাজীব মোদী।
০২০৯
ক্যাডিলা ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর কাম চেয়ারম্যান রাজীব। আদালতের নির্দেশে স্ত্রী মণিকাকে এই খোরপোশ দিতে হল রাজীবকে।
০৩০৯
দিন কয়েক আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মণিকার নামে ওই টাকা জমা করেন রাজীব।
০৪০৯
আমদাবাদের পারিবারিক আদালতে রাজীব ও মণিকার বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর হয়েছে। আদালতের সম্মতিতে ২৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন এই দম্পতি। তাঁদের একটি ছেলে রয়েছে।
০৫০৯
মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি গারওয়াড়ে পরিবারের মেয়ে মণিকা। মণিকা গারওয়ালে পলিয়েস্টার লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর। ক্যাডিলা ফার্মাসিউটিক্যালসেও উচ্চ পদে কাজ করেছেন তিনি।
০৬০৯
২০১৮ সালের অগস্টে মনিকা দেবী স্বামী রাজীব মোদীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। তিন বছর ধরে তাঁকে নির্যাতন করা হচ্ছে বলেও আদালতে অভিযোগ দায়ের করা হয়। মণিকাই বিচ্ছেদের আর্জি জানান। মণিকার আইনজীবী সুধীর নানাবতী প্রথম জানিয়েছিলেন, পরস্পরের সম্মতিতেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন দম্পতি।
০৭০৯
সংবাদ সংস্থা সূত্রের খবর, ২০১২ সাল থেকেই দু’জনে আলাদা থাকছিলেন।
০৮০৯
২০১৮ সালের ২৯ অগস্ট সোলা পুলিশে স্টেশনে প্রায় ছয় ঘণ্টা আলোচনার পর টাকার পরিমাণ ধার্য করা হয়।
০৯০৯
এর পরেই স্বামীর নামে অপরাধ সংক্রান্ত যে অভিযোগ এনেছিলেন মণিকা, তা তুলে নেন তিনি।