Advertisement
১১ জানুয়ারি ২০২৫
Arya Rajendran

দেশের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন কেরলের আরিয়া রাজেন্দ্রন

তিরুঅনন্তপুরমের এলবিএস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছেন আরিয়া। কলেজ রাজনীতিতে যথেষ্ট সক্রিয়।

আরিয়া রাজেন্দ্রন।

আরিয়া রাজেন্দ্রন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৭:১৩
Share: Save:

দেশের কনিষ্ঠতম মেয়র হিসেবে নির্বাচিত হতে চলেছেন বছর একুশের কলেজ পড়ুয়া আরিয়া রাজেন্দ্রন। তাঁকে তিরুঅনন্তপুরমের মেয়র হিসেবে মনোনীত করার প্রক্রিয়া চলছে।

সম্প্রতি কেরলে স্থানীয় প্রশাসনের নির্বাচন হয়েছে। মুরাভানমুগলে পুরনিগম নির্বাচনে সিপিএম –এর টিকিটে দাঁড়িয়েছিলেন আরিয়া। ইউডিএফ প্রার্থী শ্রীকলাকে ২৮৭২ ভোটে হারিয়ে কাউন্সিলর হয়েছেন তিনি। নতুন দায়িত্ব প্রসঙ্গে আরিয়া বলেন, “আমি বর্তমানে এক জন কাউন্সিলর। দল যদি আমাকে মেয়রের দায়িত্ব দেয়, তা গ্রহণ করব।”

সূত্রের খবর, জামিলা শ্রীধরনকে প্রথমে মেয়র হিসেবে নিয়োগের চিন্তাভাবনা করেছিল সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। কিন্তু দলের সদস্যরা নতুন কোনও মুখ এবং তরুণ প্রজন্মের কাউকে এই পদে নিয়োগ করার দাবি তোলেন। তার পরই আরিয়ার নাম উঠে আসে।

তিরুঅনন্তপুরমের এলবিএস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছেন আরিয়া। কলেজ রাজনীতিতে যথেষ্ট সক্রিয়। এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য। বর্তমানে সিপিএমের শিশু শাখা বালসঙ্ঘম-এর সভাপতি তিনি।

এ বছরে স্থানীয় প্রশাসনের ভোটে তরুণ প্রজন্মের বহু প্রার্থী দিয়েছিল এলডিএফ। ভাল ফল করেছেন অনেকেই। আসন্ন বিধানসভা নির্বাচনে আরও বেশি করে নতুন প্রজন্মকে দলে টানতে চাইছে এলডিএফ। দলে আরও নতুন প্রজন্ম আসবে বলে আশা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।

অন্য বিষয়গুলি:

Arya Rajendran Kerala Youngest Mayor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy