সুপ্রিম কোর্টে যুদ্ধ শুরু হয়েছে দুই জেনারেলের। তাতেও শরিক প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ। শীর্ষ আদালতে হলফনামা দিয়ে বর্তমান সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ জানিয়েছেন, ভিত্তিহীন অভিযোগ এনে তাঁর পদোন্নতি আটকে দিয়েছিলেন বর্তমান বিদেশ প্রতিমন্ত্রী ভি কে।
আগে নিজের বয়স-বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে ইউপিএ সরকারকে বিপাকে ফেলেছিলেন ভি কে। এ বার তাঁর বিরুদ্ধে হলফনামা দিয়েছেন উত্তরসূরি। যে ঘটনা সামরিক বাহিনীর ইতিহাসে কার্যত নজিরবিহীন। ভি কে-র মতো বিতর্কিত সেনাপ্রধান ভারতে আর এসেছেন কি না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
কেন এই হলফনামা দিলেন দলবীর? ২০১১-য় অসমের যোরহাটে একটি সেনা অভিযানে গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়। দলবীর তখন ওই এলাকায় মোতায়েন সেনার তিন নম্বর কোরের প্রধান। এই ঘটনার প্রেক্ষিতেই ২০১২-র এপ্রিলে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ভি কে সিংহ দলবীরের পদোন্নতির উপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তী সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংহের আমলে দলবীরের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়। তিনি ইস্টার্ন কম্যান্ডের শীর্ষ পদে আসেন।
এখন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রবি দাস্তানে অভিযোগ তুলেছেন, বিক্রম দলবীরের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছিলেন। ওই সময় ১৫ দিন সেনা কম্যান্ডারের পদ ফাঁকা থাকলেও তাঁকে নিয়োগ করা হয়নি। দাস্তানের অভিযোগ, দলবীরের উপর থেকে নিষেধাজ্ঞা উঠলে তাঁকেই যাতে কম্যান্ডার পদে নিয়োগ করা যায় তাই ওই পদক্ষেপ করেছিলেন বিক্রম। এই অভিযোগের ভিত্তিতেই দলবীরের বক্তব্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট।
দলবীর জানানন, তাঁর বিরুদ্ধে প্রমাণ না পেলেও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শাস্তি দেওয়া হয়। পদোন্নতিতে নিষেধাজ্ঞা সম্পূর্ণ বেআইনি ও পূর্ব পরিকল্পিত ছিল। কাজেই দাস্তানে নন, আসল বঞ্চনার শিকার তিনিই। হলফনামায় তিনি যুক্তি দিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রকও বুঝেছে যে তাঁর প্রতি অবিচার হয়েছিল।
বস্তুত প্রতিরক্ষা মন্ত্রকও দলবীরের পাশে দাঁড়িয়ে কোর্টে জানিয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ছিল। এ দিন তাঁর হলফনামার কথা প্রকাশিত হওয়ার পরেই প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে দেখা করেন দলবীর। সরকারি সূত্রে খবর, কেন তাঁকে এই হলফনামা দিতে হল তা ব্যাখ্যা করেছেন সেনাপ্রধান। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ভি কে। তাঁর ব্যাখ্যা, ‘‘বিস্তারিত না জেনে কিছু বলব না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy