ছবি সৌজন্য টুইটার।
দেখে যে কেউ ধোঁকা খেয়ে যেতে পারেন, এগুলি কি শুকনো পাতা? একটু ভাল করে দেখলেই ভুলটা ভাঙবে।
সম্প্রতি সুরেন্দ্র মেহরা নামে এক বনাধিকারিক টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাতের উপর গাঢ় বাদামী রঙের বেশ কিছু ‘শুকনো পাতা’। কিন্তু একটু ভাল করে লক্ষ্য করলেও বোঝা যাবে হাতের উপর রাখা ‘পাতা’ নড়াচড়া করছে।
Evolutionary wonders of #nature..#Malayan_frog found in southeastern tropical rain forests is one of nature’s most cryptic creatures. #WondersOfNature #wildlife .
— Surender Mehra IFS (@surenmehra) December 14, 2021
Via:@JanFreedman
pic.twitter.com/noFUv7i914
ঠিকই। শুকনো পাতা বলে ভ্রম হলেও আসলে ওগুলি এক বিশেষ প্রজাতির ব্যাঙ। শিকারের হাত থেকে বাঁচতে নিজেদের শরীরের অদ্ভুত অভিযোজন করেছে তারা। জানা গিয়েছে, এগুলি ‘মালয়ান হর্নড ফ্রগ’। তাইল্যান্ডের দক্ষিণ ভাগে এই বিশেষ প্রজাতির ব্যাঙের দেখা মেলে। শুকনো পাতার মতো দেহের গঠনের জন্য শিকারের হাত থেকে নিজেদের যেমন বাঁচাতে পারে, তেমনই ধোঁকা দিয়ে শিকার ধরতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy