কাঁধে তুলে বৃদ্ধের দেহ নিয়ে যাচ্ছেন সাব-ইনস্পেক্টর সিরিষা। ছবি সৌজন্য টুইটার।
সবাই যখন মুখ ফেরালেন, দ্বিধাগ্রস্ত না হয়ে নিজেই কাঁধ দিলেন ধান ক্ষেতে পড়ে থাকা এক বৃদ্ধের দেহ তুলে নিয়ে যেতে। শুধু তাই নয়, দু’কিলোমিটার হেঁটে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সৎকারও করলেন! যা দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।
ঘটনাটি অন্ধ্রপ্রদেশের। শ্রীকাকুলামের উপকূলবর্তী এলাকা পলাশে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ধান ক্ষেতে পড়ে থাকার খবর ছুটে গিয়েছিলেন স্থানীয় কাসিবুগ্গা থানার সাব-ইনস্পেক্টর কে সিরিষা। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি তোলার জন্য স্থানীয় বাসিন্দাদের হাত লাগাতে বলা হয়। কিন্তু কেউই রাজি হননি। শেষমেশ ইতস্তত না করেই নিজের কর্তব্যে অটল থেকে স্ট্রেচারে ওই ব্যক্তির দেহ তুলে অন্য এক ব্যক্তির সহযোগিতায় প্রায় ২ কিলোমটার ধান ক্ষেত ধরে হেঁটেছেন সিরিষা।
সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে স্ট্রেচারের সামনের দিকটা নিজের কাঁধে তুলে নিয়েছেন ওই সাব-ইনস্পেক্টর। ক্ষেতের আল ধরে হন হন করে হেঁটে যাচ্ছেন। ভিডিয়োতে এক জনকে বলতেও শোনা যায়, ‘ম্যাডাম ছেড়ে দিন’। কিন্তু সে দিকে কান না দিয়ে মৃতদেহ বহন করে নিয়ে গিয়েছেন তিনি। ওই ব্যক্তির শেষকৃত্যও সম্পন্ন করেন সিরিষা।
AP Police cares: DGP Gautam Sawang lauds the humanitarian gesture of a Woman SI, K.Sirisha of Kasibugga PS, @POLICESRIKAKULM as she carried the unknown dead body for 2 km from Adavi Kothur on her shoulders & helped in performing his last rites.#WomanPolice #HumaneGesture pic.twitter.com/QPVRijz97Z
— Andhra Pradesh Police (@APPOLICE100) February 1, 2021
অন্ধ্রপ্রদেশ পুলিশ সিরিষার এই কাজের প্রশংসা করে তাঁর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করেছে। বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর বলেন, “কে সিরিষাকে কুর্নিশ জানাই। নিজের কাজের ঊর্ধ্বে উঠে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা সত্যিই অসাধারণ।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy