Advertisement
২২ নভেম্বর ২০২৪
Rahul Gandhi

রাহুল গান্ধীকে তলব করল পটনার বিশেষ আদালত, বিতর্কে সেই মোদী পদবি

২০১৯ সালে বিহারের তৎকালীন উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী রাহুলের বিরুদ্ধে ‘মোদী পদবি’ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পটনার ওই বিশেষ আদালতে মানহানির মামলা দায়ের করেন।

An MP/MLA court in Patna has asked Congress leader Rahul Gandhi to appear in court on April 12

আগামী ১২ এপ্রিল রাহুল গান্ধীকে পটনার আদালতে হাজির হতে হবে। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ২১:২৬
Share: Save:

‘মোদী’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এ বার রাহুল গান্ধীকে হাজিরা দিতে বলল জনপ্রতিনিধিদের জন্য নির্দিষ্ট আদালত। আগামী ১২ এপ্রিল তাঁকে পটনার আদালতে হাজির হতে হবে। ২০১৯ সালে বিহারের তৎকালীন উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী রাহুলের বিরুদ্ধে ‘মোদী পদবি’ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পটনার ওই বিশেষ আদালতে মানহানির মামলা দায়ের করেন। কংগ্রেস নেতাকে আদালত ওই বছর ৬ জুলাই জামিনও দিয়েছিল। সেই মামলাতেই পুনরায় আদালত তাঁকে তলব করেছে।

বর্তমানে রাজ্যসভার সাংসদ সুশীল সে সময় অভিযোগ করেছিলেন, রাহুল অনগ্রসর শ্রেণির অবমাননা করেছেন আসন্ন নির্বাচনে তাঁরা এর প্রতিশোধ নেবেন। গত সপ্তাহেই সুরতের একটি আদালত অনুরূপ অভিযোগে দোষী সাব্যস্ত করেছে রাহুলকে। ওই অভিযোগটি করেছিলেন গুজরাতের বিধায়ক পূর্ণেশ মোদী। আদালতের রায়ে ২ বছরের জেল হয় রাহুলের। ওই রায়ের প্রেক্ষিতে কেরলের ওয়েনাড লোকসভা আসনে রাহুলের সাংসদপদটিও খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সাংসদপদ খারিজ হওয়া নিয়ে অবশ্য তিনি বিব্রত নন বলে জানিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘‘আমার সাংসদপদ যদি চিরতরেও খারিজ হয়ে যায় আমার কিছু আসে যায় না। কারণ আমার তপস্যা হল মানুষের সঙ্গে কাজ করা। সারাজীবনের জন্য আমার পদ খারিজ করুন আমাকে জেলে ভরুন।’’সাংসদপদ খারিজের পর সরকারি বাংলোও খালি করে দিতে বলা হয়েছে। নয়া দিল্লির ১২ তুঘলক রোডের ওই বাংলোতে রাহুল ছিলেন ২০০৫ সাল থেকে।

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Special Court Congress Leader patna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy