অটোতেই সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা। ছবি: টুইটার থেকে নেওয়া।
দু’ মাসের বেশি লকডাউন চলার পর দেশ জুড়ে ‘আনলক ১’ শুরু হয়েছে। বাস, অটো চলতে শুরু করেছে দেশের বিভিন্ন অংশে। ফলে করোনার সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, বার বার হাত ধুলে এই আশঙ্কা অনেকটা এড়ানো সম্ভব। কিন্তু রাস্তায় ঘাটে তা করা সহজ নয় মোটেও। সেই ভাবনা থেকেই অভিনব পথ দেখালেন এক জন অটো চালক।
শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা একটি টুইট করেছেন। সেখান ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই অটো চালক যাত্রী তোলার আগে সাবান দিয়ে তাঁদের হাত ধোয়ার ব্যবস্থা করেছেন। ছোট অটোতেই জল ও সাবানের ব্যবস্থা করে ফেলেছেন।
জলের জন্য একটি লম্বা প্লাস্টিকের পাইপের মতো সিলিন্ডারে ট্যাপ লাগিয়ে দিয়েছেন। অটোতেই বেঁধে রেখেছেন একটি হ্যান্ডওয়াশের বোতল। সেখান থেকে হ্যান্ডওয়াশ নিয়ে ট্যাপের জলে হাত ধোয়ার পরেই অটোতে যাত্রীকে তুলছেন। অটোর গায়ে কেরলের নম্বর প্লেট।
আরও পড়ুন: নতুন ট্রেন্ড ‘বয়কট চায়না অ্যাপ’, বিকল্প নিয়ে কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?
আরও পড়ুন: ৮০ বছর বয়সেও পরিযায়ী শ্রমিকদের মালপত্র পৌঁছতে সাহায্যের হাত বাড়াচ্ছেন মুজিবুল্লাহ্!
দেখুন সেই ভিডিয়ো:
Auto rickshaw with hand washing and sanitizer facilities #CoronaInnovation @NammaBengaluroo pic.twitter.com/30KBjAGxxG
— Harsh Goenka (@hvgoenka) June 2, 2020
করোনা আক্রান্তের সংখ্যা কেরল অনেকটা নীচের দিকেই রয়েছে। ভারতে করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় ১৮ নম্বরে রয়েছে কেরল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy