Advertisement
০২ নভেম্বর ২০২৪
Sir Syed Ahmed Khan

গোহত্যা চাননি সৈয়দ আহমেদ, দাবি আলিগড়ে

গোহত্যা নিষিদ্ধ করার পক্ষে ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান। এমনকী, এক বার ইদে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে গোহত্যা বন্ধও করেছিলেন তিনি!

সংবাদ সংস্থা
আলিগড় শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০৩:৪৫
Share: Save:

গোহত্যা নিষিদ্ধ করার পক্ষে ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান। এমনকী, এক বার ইদে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে গোহত্যা বন্ধও করেছিলেন তিনি!

স্যার সৈয়দ আহমেদ খানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন উর্দু লেখক তথা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ঊর্দু অ্যাকাডেমির ডিরেক্টর রাহত অবরার। ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘‘হিন্দুদের সঙ্গে সম্প্রীতির বাতাবরণ রক্ষা করতে মুসলিমদের গোহত্যা বন্ধ করে দেওয়া উচিত বলেই মনে করতেন স্যার সৈয়দ আহমেদ খান। এমনকী, এই বিষয়ে একটি প্রবন্ধেও সে কথা লিখেছিলেন তিনি।’’

ওই অনুষ্ঠানে একটি ঘটনার কথাও বলে তিনি জানান, সারা দেশে তখন প্রচুর গোহত্যা চলত। স্যার সৈয়দ খবর পেয়েছিলেন, ইদ-উল-আধা উপলক্ষে হস্টেলে এক দল ছাত্র কাটার জন্য গরু কিনে এনেছে। এর পরেই সেখানে ছুটে গিয়ে নিজেই গোহত্যা বন্ধ করেছিলেন তিনি। তার পর থেকে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে আর গোমাংস পরিবেশন করা হতো না। শুধু মাত্র মোষের মাংসই মিলত।

অন্য বিষয়গুলি:

Sir Syed Ahmed Khan AMU cow slaughter Rahat Abrar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE