Advertisement
E-Paper

রানা প্রতাপের পূর্বপুরুষ সম্পর্কে কুমন্তব্যের অভিযোগ, সমাজবাদী সাংসদের বাড়ি করণী সেনার রোষে

অভিযোগ, চিতৌরের মহারানা প্রতাপের পূর্বপুরুষ রানা সাঙ্গাকে সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ রামজীলাল সুমন ‘বিশ্বাসঘাতক’ বলেছেন। এর পরেই সক্রিয় হয়েছে করণী সেনা।

Amid Rana Sanga Row Attack on Samajwadi Party MP Ramji Lal Suman\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Agra Home by Karni Sena

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৯:১৬
Share
Save

ষোড়শ শতকের মেবারের শাসক সংগ্রাম সিংহ ওরফে রানা সাঙ্গার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সমাজবাদী পার্টি (এসপি)-র সাংসদ রামজীলাল সুমনের বাড়িতে হামলা চালাল রাজপুত-ক্ষত্রিয় সমাজের প্রভাবশালী সংগঠন করণী সেনা। অভিযোগ, চিতৌরের মহারানা প্রতাপের পূর্বপুরুষ সাঙ্গাকে এসপির রাজ্যসভা সাংসদ সম্প্রতি ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন। তারই জেরে এই হামলা।

একটি সভায় সুমন দাবি করেন, দিল্লির সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য মোগল নৃপতি বাবরকে রানা সাঙ্গাই ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে বুধবার সুমনের আগরার বাড়িতে চড়াও হন করণী সেনার কিছু সমর্থক। বুধবারের হামলার দায় স্বীকার করে করণী সেনার নেতা মহীপাল মকরানা বলেন, ‘‘আজ তো শুধু ট্রেলার দেখালাম। গোটা ছবি দেখানো বাকি রয়েছে।’’

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, কিছু উত্তেজিত বিক্ষোভকারী বাড়িতে হামলা চালালে সেখানে মোতায়েন পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে করণী সেনার নিশানা হয়েছিলেন গুজরাতের বিজেপি সাংসদ তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালা। রাজকোটে দলিতদের একটি সভায় রূপালা বলেছিলেন, ‘‘বিদেশি মোগলরা আমাদের উপর রাজত্ব করেছে। ব্রিটিশরাও করেছে। ওরা আমাদের অত্যাচার করতে ছাড়েনি। কিন্তু রাজপুত মহারাজারা ওদের প্রণাম করতেন এবং ‘রুটি ও বেটি’-র সওদা করতেন। আমাদের রুখী (গুজরাতের দলিত) সম্প্রদায় কিন্তু তাদের ধর্ম পরিবর্তন করেনি বা মোগল ও ব্রিটিশদের সঙ্গে সম্পর্কও করেনি।’’

Samajwadi Party Karni Sena Agra Maharana Pratap

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}