প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানেই ভরসা রাখল প্রতিরক্ষা মন্ত্রক। বিদেশি সংস্থার পরিবর্তে এ বার চাহিদা মেটাতে কেনা হচ্ছে দেশে তৈরি হাউইৎজ়ার কামানের নতুন সংস্করণ। যার পোশাকি নাম, ‘অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম’ (এটিএজিএস)।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’র (ডিএসি) গত সপ্তাহের বৈঠকে ৭০০০ কোটি টাকায় ভারতীয় সেনার জন্য ৩০৭টি এটিএজিএস কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে কেনা হবে সেগুলি বহনের উপযোগী ৩২৭টি ‘টাওড ভেহিক্ল’। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত চুক্তি সই হবে বলে নর্থ ব্লক সূত্রের খবর।
আরও পড়ুন:
ভারতেই ‘নকশা, পরীক্ষা এবং নির্মাণ’ (সামরিক পরিভাষায়, আইডিডিএম) হয়েছে এই ১৫৫ এমএম হাউইৎজ়ারের। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও) এবং পুণের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (এআরডিই)-এর তৈরি হাউইৎজার ‘কে-৯ বজ্র’ এবং ‘ধনুষ’ ইতিমধ্যেই ভারতীয় সেনার ভাঁড়ারে স্থান পেয়েছে। ওই কামানগুলি ব্যবহার করে সন্তুষ্ট সেনা। সেই অভিজ্ঞতার নিরিখেই এ বার কেনা হচ্ছে এটিএজিএসের আধুনিকতম সংস্করণ। বরাত পাবে ‘ভারত ফোর্জ’ এবং ‘টাটা অ্যাডভান্সড সিস্টেম’!
আশির দশকে সুইডেন থেকে বফর্স ১৫৫ মিলিমিটার হাউইৎজ়ার ‘হবিট’ কিনেছিল ভারত। কার্গিল যুদ্ধের সময় যা চমকপ্রদ সাফল্য এনে দিয়েছিল সেনাকে। কিন্তু পরবর্তী পর্যায়ে বফর্সের রক্ষণাবেক্ষণ এবং বিদেশ থেকে গোলা সংগ্রহে সমস্যায় পড়তে হয়েছিল সেনাকে। প্রায় এক দশক আগে আমেরিকা থেকে টাইটানিয়াম নির্মিত এম-৭৭৭ আলট্রা-লাইট হাউইৎজ়ার আনা হয়। সমান্তরাল ভাবে ভারতীয় সেনার আর্টিলারি (গোলন্দাজ) ডিভিশনগুলিকে ‘আত্মনির্ভর’ করে তোলার উদ্দেশে শুরু হয় দেশীয় প্রযুক্তিতে কামান নির্মাণ এবং বাণিজ্যিক উৎপাদনের কাজ। তারই সুফল মিলতে শুরু করেছে এ বার।