জেসিবিতে বসিয়ে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি সৌজন্য টুইটার।
চার দিক জল থই থই করছে। কোনটা রাস্তা বোঝার উপায় নেই। প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সে ফোন করা হয়েছিল। কিন্তু এত জল পেরিয়ে সময়মতো সেখানে পৌঁছতে পারেনি অ্যাম্বুল্যান্স। তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন। জেসিবি এনে প্রসূতিকে সময় মতো হাসপাতালে পৌঁছে দেয় তারা।
ঘটনাটি মধ্যপ্রদেশের নীমচ জেলার। গত কয়েক দিনের বৃষ্টিতে পুরো জেলা জলে ভাসছে। ওই জেলারই রাওয়াতপুরা গ্রামেরই এক মহিলার প্রসববেদনা ওঠে। অ্যাম্বুল্যান্স ডাকা হয়। কিন্তু ওই গ্রামে অ্যাম্বুল্যান্স ঢোকার মতো পরিস্থিতি ছিল না। জলের কারণে সময়মতো গ্রামে পৌঁছতে পারেনি অ্যাম্বুল্যান্স। ফলে মহিলার বাড়ির লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন।
नीमच के बेसदा की रहने वाली गीता बाई प्रसव पीड़ा में पुलिया पर पानी होने की वजह से एंबुलेंस नदी के दूसरे पार नही जा सकी ऐसे में उन्हें जेसीबी में बिठाकर सुरक्षित नदी पार कराई गई, किनारे पहुंचने पर उन्हें एंबुलेंस से मनासा सरकारी अस्पताल भेजा गया @ndtv @ndtvindia pic.twitter.com/IJw91C2Yya
— Anurag Dwary (@Anurag_Dwary) August 25, 2022
এই পরিস্থিতির কথা বিধায়ক এবং পুলিশের কাছে। বিধায়কের তত্ত্বাবধানে পুলিশ এবং স্থানীয় প্রশাসন তৎক্ষণাৎ একটি জেসিবির ব্যবস্থা করে। গ্রাম থেকে মহিলাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয় তারা। প্রশাসনের এই মানবিক ভূমিকায় গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রবল বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের ২৯টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে নীমচও রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy