কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা। ফাইল চিত্র।
উপত্যকার পণ্ডিতদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জম্মু-কাশ্মীরে ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা-সহ শীর্ষ স্বরাষ্ট্র কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীর প্রশাসনের পদাধিকারীরাও।
মাঝে কিছু দিন বন্ধ থাকলেও, ফের মাথা চাড়া দিয়েছে পণ্ডিতদের উপরে জঙ্গি হামলার ঘটনা। গত কালই উপত্যকায় প্রধানমন্ত্রী প্যাকেজের আওতায় চাকরি করছেন এমন ৫৬ জন পণ্ডিতের নাম ও তাঁরা কোথায় কাজ করছেন, সেই তালিকা প্রকাশ করেছে লস্কর-ই-তইবার ভারতীয় শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। যা কার্যত তাঁদের খুন করার হুমকি বলেই সরব হয়েছেন উপত্যকার পণ্ডিতেরা। কী ভাবে ওই নাম ও কোথায় তাঁরা কাজ করছেন সেই তালিকা প্রকাশ্যে এল তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে একাধিক পণ্ডিত সংগঠন। ওই গোপন তালিকা কী ভাবে ফাঁস হল তারও উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে তারা। তালিকা প্রকাশের পরে ফের উপত্যকায় কর্মরত পণ্ডিতদের জম্মুতে সরানোর দাবি জোরালো হয়েছে। যা নিয়ে দু’শো দিন ধরে আন্দোলন করে আসছে পণ্ডিত সংগঠনগুলি।
আজ দিল্লিতে স্বরাষ্ট্র কর্তাদের বৈঠকে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্রটি তুলে ধরা হয়। নিরাপত্তা বাহিনীর কাছে এই মুহূর্তে সবচেয়ে চিন্তার কারণ হল, বেছে বেছে পণ্ডিতদের হত্যা করার যে কৌশল জঙ্গিরা নিয়েছে সেই ধরনের আক্রমণের জবাব কী ভাবে দেওয়া সম্ভব তা নিয়ে কোনও স্পষ্ট দিশা না থাকা। এ ক্ষেত্রে আরও বেশি করে স্থানীয় পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার উপরে জোর দেওয়া হয়েছে। সূত্রের মতে, বৈঠকে বলা হয়েছে দক্ষিণ কাশ্মীরে এখনও প্রায় জনা পঞ্চাশেক জঙ্গি সক্রিয় রয়েছে। শীত পড়ে যাওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণরেখা বরাবর লঞ্চ প্যাডগুলিতে জঙ্গি সক্রিয়তা অব্যাহত রয়েছে। আগের চেয়ে সংখ্যায় কমলেও, কাশ্মীরের যুবকদের একাংশ এখনও জঙ্গি কার্যকলাপে নাম লেখাতে এগিয়ে আসছে।
পণ্ডিতদের নিরাপত্তার পাশাপাশি সূত্রের মতে, উপত্যকায় নির্বাচন করানোর পরিবেশ কতটা রয়েছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। জম্মু-কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের কাজ শেষ হয়ে গিয়েছে। নতুন ভোটার তালিকা তৈরির কাজও শেষ পর্যায়ে। সরকারের একটি সূত্রের মতে, শীত কাটতেই উপত্যকায় ভোট করিয়ে সেখানে স্থিতাবস্থা ফেরাতে চায় নরেন্দ্র মোদী সরকার। সূত্রের মতে, আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসের কথা মাথায় রেখে প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy