Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Air Pollution

বায়ুদূষণের কারণে ২০১৯-এ ভারতের জিডিপি-র ক্ষতি হয়েছে ১.৪%

বায়ুদূষণের কারণে ২০১৯-এ ভারতে মৃত্যু হয়েছে প্রায় ১৭ লক্ষ মানুষের। যা দেশের মোট মৃত্যুর ১৮ শতাংশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৮:৩৬
Share: Save:

বায়ুদূষণের কারণে ২০১৯-এ ভারতে মৃত্যু হয়েছে প্রায় ১৭ লক্ষ মানুষের। যা দেশের মোট মৃত্যুর ১৮ শতাংশ। আর এ জন্য ওই বছরেই ভারতের জাতীয় গড় উৎপাদন (জিডিপি)-এর ক্ষতি হয়েছে ১.৪ শতাংশ। বায়ুদূষণের কারণে স্বাস্থ্য এবং দেশের অর্থনীতির উপর কী প্রভাব পড়েছে তা নিয়ে মঙ্গলবার একটি তথ্য প্রকাশ করেছে দ্য ইন্ডিয়া স্টেট-লেভেল ডিজিজ বার্ডেন ইনিশিয়েটিভ।

এই সমীক্ষায় দাবি করা হয়েছে, ঘরের দূষিত বাতাস থেকে যে রোগ হয়, সেই মাত্রাটা কমলেও বাইরের দূষণে রোগের মাত্রাটা বেড়েছে ভারতে। দূষণের কারণে উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলো জিডিপর উপর বেশি প্রভাব পড়েছিল। তার মধ্যে আর্থিক ক্ষতির পরিমাণ বেশি ছিল উত্তরপ্রদেশ(জিডিপি-র ২.২ শতাংশ) এবং তার পরেই বিহার(জিডিপি-র ২শতাংশ)।

ইন্ডিয়া স্টেট-লেভল ডিজিজ বার্ডেন ইনিশিয়েটিভ-এর ডিরেক্টর ললিত দান্দোনা জানান, দেশের মোট জিডিপি-র ০.৪ শতাংশ দূষণ সংক্রান্ত রোগের চিকিৎসাতেই ব্যয় হয়।

সমীক্ষায় বলা হয়েছে, ২০১৯-এ দূষণের কারণে ভারতে মোট মৃত্যুর ৩২.৫ শতাংশ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ইস্কেমিক হার্ট ডিজিজ (২৯.২%), স্ট্রোক (১৬.২%)। মোট আর্থিক ক্ষতি হয়েছে ২.৬ লক্ষ কোটি টাকা। যার মধ্যে ৩৬.৬ শতাংশ ফুসফুস সংক্রান্ত রোগ, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন (১৪.২%), ফুসফুস ক্যানসার (১.২%), ইস্কেমিক হার্ট ডিজিজ (২৪.৯%), স্ট্রোক (১৪.১%), ডায়াবাটিস (৮.৪%), নিওনেটাল ডিসঅর্ডারস (১৩,৩%) এবং ক্যাটারাক্ট (২.৭%)।

১৯৯০-২০১৯ পর্যন্ত ঘরোয়া দূষণে মৃত্যুর হার কমে হয়েছে ৬৪ শতাংশ। কিন্তু এই সময় বাইরের দূষণে মৃত্যুর হার বেড়েছে ১১৫ শতাংশ।

অন্য বিষয়গুলি:

Air Pollution GDP India Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE