Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

মোদীর সফর বাবদ এয়ার ইন্ডিয়া পাবে ৪৫৯ কোটি

তথ্যের অধিকার আইনে জানতে চাওয়া হয়েছিল, ভিভিআইপিদের এআই বিমান সফর বাবদ বকেয়া কত?

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০২:০৮
Share: Save:

বিপুল লোকসানে চলা এয়ার ইন্ডিয়া (এআই) বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্র। অথচ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সরকারের কাছ থেকে ভিভিআইপিদের ভাড়া বাবদ বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছে এআইয়ের। ওই অর্থের অর্ধেকের বেশি বকেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের জন্য। যার পরিমাণ প্রায় ৪৫৯কোটি টাকা। এআই কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বিদেশ সফর চলাকালীন বিমানে জ্বালানি ভরার জন্য থামতে হলে, মোদী সাধারণত বিমানবন্দরেই বিশ্রাম নেন।

তথ্যের অধিকার আইনে জানতে চাওয়া হয়েছিল, ভিভিআইপিদের এআই বিমান সফর বাবদ বকেয়া কত? এআই কর্তৃপক্ষ জানিয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ বিদেশি বিশিষ্ট জনেদের যাতায়াত বাবদ কেন্দ্রের কাছ থেকে তাদের প্রাপ্য ৭৯৭ কোটি ৯৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর বিমান সফরে মোট বিল হয়েছিল ১৩২১ কোটি ৪১ লক্ষ টাকা। এখনও ৪৫৮ কোটি ৯৫ লক্ষ ৯০ হাজার টাকা বাকি রয়েছে। রাষ্ট্রপতির সফরের বিল হয়েছিল ৫৩৯ কোটি ৩৫ লক্ষ টাকা। রাষ্ট্রপতির বিমান সফরের খরচ মেটায় প্রতিরক্ষা মন্ত্রক। তাদের কাছ থেকে এআইয়ের পাওনা ২৪৩ কোটি ৯৫ লক্ষ টাকা। উপরাষ্ট্রপতির সফর বাবদ পাওনা ৭২ কোটি ৭০ লক্ষ টাকা।

সিএজির ২০১৭-র রিপোর্টে ভিভিআইপিদের সফর বাবদ বকেয়া ভাড়া মেটানোর ব্যাপারে কেন্দ্রের দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করা হয়েছিল। তার পরেও বকেয়া মেটাতে কেন্দ্রের কোনও তৎপরতা দেখা যায়নি। বিরোধী শিবিরের একাংশের মতে, বিপুল বকেয়া মেটালে রুগ্ণ এআই কিছুটা হলেও অক্সিজেন পেত।

আরও পড়ুন: হাত কেটে রক্ত বার করে পোস্টারে প্রতিবাদ অসম বিধায়কের

অন্য বিষয়গুলি:

Narendra Modi Air India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy