লখনউ বিমানবন্দরে বিমান অবতরণ করার পর বহু বার ডেকেছিলেন বিমানকর্মীরা। কিন্তু যাত্রীর তরফে কোনও সাড়া মেলেনি। খবর দেওয়া হয় চিকিৎসকদের। তাঁরা ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সকালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে লখনউ বিমানবন্দরে অবতরণ করে দিল্লি থেকে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ওই বিমানেরই যাত্রী ছিলেন আসিফুল্লাহ আনসারি। বিমান অবতরণের পরেও তাঁর সিটবেল্ট বাঁধা ছিল। যা দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মাঝ আকাশেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যাত্রী।
তবে কী কারণে ওই যাত্রীর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।