অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা সনিয়ার। ছবি: সংগৃহীত।
কোভিড পরবর্তী গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখান থেকেই অগ্নিপথ বিরোধী বিক্ষোভকারীদের শান্তির বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। অহিংস পথে প্রতিবাদ আন্দোলন করার জন্য আন্দোলনকারী যুবকদের আবেদন জানিয়েছেন তিনি।
লিখিত বিবৃতিতে সনিয়ার আবেদন, ‘অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবি পূরণের জন্য যুব সম্প্রদায়ের কাছে শান্তিপূর্ণ এবং অহিংস পথে আন্দোলন করার আবেদন জানাচ্ছে কংগ্রেস।’ অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে যুবকদের আন্দোলনের প্রতি কংগ্রেসের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
देश के युवाओं के नाम @INCIndia अध्यक्ष श्रीमती सोनिया गांधी की तरफ से संदेश। pic.twitter.com/K7BYcnNODw
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 18, 2022
পাশাপাশি, কংগ্রেস সভানেত্রী তাঁর বিবৃতিতে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পকে ‘দিশাহীন’ বলেছেন। তাঁর অভিযোগ, ‘নরেন্দ্র মোদী সরকার দেশের যুব সম্প্রদায়ের মতামত উপেক্ষা করছে।’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy