Advertisement
২৫ নভেম্বর ২০২৪

হিমন্তকে স্বাগত জানিয়ে বিক্ষোভের মুখে কৃপানাথ

হিমন্তবিশ্ব শর্মাকে স্বাগত জানাতে গিয়ে নিজের এলাকার কংগ্রেস কর্মীদের কোপের মুখে পড়লেন রাতাবাড়ির বিধায়ক কৃপানাথ মালাহ। কৃপানাথের কাজের প্রতিবাদে আজ রাতাবাড়ি-সহ করিমগঞ্জের বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা কৃপানাথের কুশপুতুল দাহ করে।

কৃপানাথ মালাহ ও হিমন্তবিশ্ব শর্মা

কৃপানাথ মালাহ ও হিমন্তবিশ্ব শর্মা

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০৩:২৩
Share: Save:

হিমন্তবিশ্ব শর্মাকে স্বাগত জানাতে গিয়ে নিজের এলাকার কংগ্রেস কর্মীদের কোপের মুখে পড়লেন রাতাবাড়ির বিধায়ক কৃপানাথ মালাহ। কৃপানাথের কাজের প্রতিবাদে আজ রাতাবাড়ি-সহ করিমগঞ্জের বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা কৃপানাথের কুশপুতুল দাহ করে। কংগ্রেস কর্মীদের বক্তব্য, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া হিমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানাতে গুয়াহাটি বিমানবন্দরে উপস্থিত থেকে কৃপানাথ মালাহ অত্যন্ত গর্হিত কাজ করেছেন। রাতাবাড়ির জনগণ বিধায়কের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃপানাথ মালাহ এলাকার উন্নয়নের জন্য কিছুই করেননি। নিজের স্বার্থে যা করার করেছেন।

এ দিকে, একের পর এক বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় অস্তিত্বের সঙ্কটে ভুগতে শুরু করেছেন বিজেপির হয়ে দীর্ঘদিন ধরে কাজ করা নেতা-কর্মীরা। তাঁদের বক্তব্য, বিজেপি দলেও এক শ্রেণির স্বার্থান্বেষী লোক রয়েছেন, যাঁরা নিজেদের স্বার্থে অন্য দলের সদস্যদের দলে ভেড়াচ্ছেন। আগামীকাল করিমগঞ্জ জেলা বিজেপির কার্যকরী সমিতির বৈঠক রামকৃষ্ণনগরে অনুষ্ঠিত হচ্ছে।

সেই বৈঠকে জেলা সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করবেন বিজেপির একাংশ। তাঁরা কার্যকরী বৈঠকে অভিযোগ করবেন, জেলা সভাপতি কী করে নিজের আত্মীয়ের বাড়িতে প্রদেশ কংগ্রেস সদস্য গৌতম গুপ্তকে নিয়ে বৈঠক করলেন। এ ছাড়া, ইকবাল হোসেন-সহ বিভিন্ন জনকে অন্য দল থেকে বিজেপিতে নিয়ে আসার চক্রান্ত করছেন।

বিজেপি কর্মীদের অভিযোগ, এ ভাবে চলতে থাকলে বিজেপি একদিন তার স্বকীয়তা হারিয়ে ফেলবে। অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা-কর্মীরা যাতে পরবর্তী পাঁচ বছরের জন্য কোনও নির্বাচনী টিকিটের দাবি জানাতে না পারে, তার জন্য বৈঠকে প্রস্তাব আনবেন এই বিক্ষুব্ধ গোষ্ঠী।

তাঁদের বক্তব্য, আগামী কালের বৈঠকে ঝড় উঠতে পারে। এই ঝড়ের আভাশ পেয়েই আজ তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে জেলা বিজেপি সভাপতি জানান, নির্বাচনের আগে অন্য দল থেকে আসা নেতা-কর্মীদের বিজেপি জেলা কমিটি গ্রহণ করবে না।

অন্য বিষয়গুলি:

Kripanath Agitation Hemant Sharma Congress BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy