বিজেপি-র বিরুদ্ধে থানায় তাণ্ডব চালানোর অভিযোগ। টুইটার থেকে নেওয়া।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগরতলা সফরের ঠিক ২৪ ঘণ্টা আগে অগ্নিগর্ভ ত্রিপুরা। জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেতাদের আগরতলা পূর্ব মহিলা থানায় ডেকে নিয়ে গিয়ে হামলার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে। আহত হয়েছেন একাধিক তৃণমূল কর্মী ও নেতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের।
Our leaders were ATTACKED BY @BJP4Tripura GOONS once again!!!
— AITC Tripura (@AITC4Tripura) November 21, 2021
Extremely alarming visuals coming in. The entire nation is watching your actions, CM @BjpBiplab!
Urging the Hon'ble Supreme Court to ensure justice against such horrid incidents. pic.twitter.com/OaadKSpvKK
আগরতলায় তৃণমূল নেত্রী সায়নী ঘোষ থানায় ঢোকার পর নতুন করে উত্তেজনার খবর। বিজেপি-র বিরুদ্ধে থানায় ঢুকে হামলা চালানোর অভিযোগ। তৃণমূলের দাবি, থানার বাইরে লাঠি হাতে, হেলমেট পরে জমায়েত করে বিজেপি। সায়নী থানায় ঢুকতেই আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই সঙ্গে তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।
Shame on @BJP4Tripura! Watch how @BjpBiplab's goons are attacking our members IN FRONT OF THE POLICE and clearly getting away with it!
— AITC Tripura (@AITC4Tripura) November 21, 2021
Complete breakdown of law and order in Tripura! pic.twitter.com/Ol1ZyueUHE
‘হিট অ্যান্ড রান’-এর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সায়নী ঘোষকে নিয়ে তৃণমূল নেতারা আগরতলা মহিলা থানায় ঢোকার পর ব্যাপক উত্তেজনা ছড়াল। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাঁদের থানায় ডেকে এনে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা সুবল ভৌমিকের দাবি, পুলিশকে কাজে লাগিয়ে এ ভাবে তৃণমূলের পথরোধ করার চেষ্টা করছে বিজেপি। নেতা কর্মীদের উপর ইটবৃষ্টি চলছে, পুলিশ নীরব দর্শক। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চলছে। থানায় ডেকে এনে মেরে ফেলার পরিকল্পনা ছিল।’’
Grave injustice by @Tripura_Police!
— AITC Tripura (@AITC4Tripura) November 21, 2021
When @BJP4Tripura goons beat our candidates and our workers, barely any action was taken. Keeping @sayani06 in the police station without any clear reason is unfair.
Hear from @SushmitaDevAITC 👇🏼 pic.twitter.com/w2Sq3AsvB8
সূত্রের খবর, গোলমাল এমন পর্যায়ে পৌঁছয় যে সায়নীকে জিজ্ঞাসাবাদ সাময়িক ভাবে বন্ধ রাখতে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশেপাশের থানা থেকে বিরাট পুলিশ বাহিনী এসেছে। মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানদেরও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy