এক মাসের জন্য মুলতুবি হয়ে গেল সংসদদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব। ফাইল চিত্র।
আদানি-কাণ্ড ঘিরে সরকার এবং বিরোধী পক্ষের সাংসদদের ধারাবাহিক সংঘাতের আবহেই সোমবার প্রায় এক মাসের জন্য মুলতুবি হয়ে গেল সংসদদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব।
সরকার পক্ষের তরফে সোমবার জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ আবার বসবে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম পর্বের সূচনা হয়েছিল। ৬ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলার কথা ছিল।
সোমবারও আদানি-কাণ্ডের তদন্তের জন্য যৌথ সংসদীয় দল (জেপিসি) গড়ার দাবিতে দফায় দফায় সংসদের দুই কক্ষে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা। যদিও সেই দাবিতে সায় দেয়নি নরেন্দ্র মোদী সরকার। বরং কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত করাড নানা তথ্য পরিসংখ্যান পেশ করে দাবি করেন, শেয়ার বাজারে যদি আদানি গোষ্ঠীর বিপর্যয় ঘটে, তার আঁচ পড়বে না এলআইসি-সহ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলির উপর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy