—ফাইল চিত্র।
তাঁর ‘চাণক্য’ উপন্যাসের জন্য অসমিয়া সাহিত্যিক জয়শ্রী গোস্বামী মহন্ত সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন। জয়শ্রীদেবী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংশোধনী নাগরিকত্ব আইনের প্রবল বিরোধী অগপ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্তর স্ত্রী। তিনি নিজেও আসুর দীর্ঘ আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন। আজ পুরস্কারের খবর পেয়ে তিনি বলেন, ‘‘এই দুর্দিনে অসমিয়া সাহিত্যপ্রেমীদের জন্য খবরটা আশার আলো আনল। অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমজনতার সংগ্রাম, জয় ও গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠাই আমার এই উপন্যাসের প্রেক্ষাপট।’’
তবে পুরস্কারের খবরেও তিনি মন থেকে আনন্দ পাচ্ছেন না বলে জানান। তাঁর বক্তব্য, ‘‘আমার সন্তানের থেকেও ছোট ছেলেরা আজ অসমের জন্য গুলি খেয়ে মরেছে। পুরস্কারের অর্থমূল্য আন্দোলনে নিহতদের পরিবারের হাতে তুলে দেব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy