ইডিকে ক্ষমা চাইতে হবে, সঞ্জয়ের চিঠি গেল সদর দফতরে। — ফাইল ছবি।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)কে আইনি নোটিস পাঠালেন আপ সাংসদ সঞ্জয় সিংহ। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর নাম টেনে এনে তাঁর সম্মানহানি করেছে কেন্দ্রীয় এজেন্সিটি। এই অভিযোগে ইডির আধিকারিকদের প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়ে আপ সাংসদের চিঠি গিয়েছে ইডির সদর দফতরে। ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে ফৌজদারি মামলার মুখে পড়তে হবে বলেও ইডিকে পাঠানো চিঠিতে জানিয়ে দিয়েছেন সঞ্জয়।
‼️BIG NEWS‼️
— AAP (@AamAadmiParty) April 22, 2023
AAP MP Sanjay Singh serves Legal Notice to ED
▪️ED has attempted to popularise a false, malicious campaign against @SanjayAzadSln's alleged involvement in Delhi Excise Policy
▪️Issue an open and public apology within 48 hours, else face criminal proceedings pic.twitter.com/MqOWMkmQz5
ইডিকে পাঠানো চিঠিতে সঞ্জয়ের আইনজীবী সরাসরি সম্বোধন করেছেন ইডির ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে। চিঠিতে দাবি করা হয়েছে, ইডির ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং তাঁদের সহযোগী, সহকর্মী, এজেন্ট এবং কর্মীদের মাধ্যমে সঞ্জয়ের সম্মানহানি করা হয়েছে। এ জন্য ইডিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন আপ সাংসদ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা না করলে ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন সঞ্জয়ের আইনজীবী।
সঞ্জয়ের দাবি, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এক অভিযুক্তের বয়ানকে রাজনৈতিক উদ্দেশে এমন ভাবে প্রকাশ্যে আনা হয়েছে যাতে তাঁর ভাবমূর্তিতে কালি লাগানো যায়। এর আগে ইডির বিরুদ্ধে মিথ্যে বয়ানের অভিযোগ করেছিলেন সঞ্জয়। যদিও সঞ্জয়ের বিরুদ্ধে মুখ খুলেছে বিজেপি। তাদের দাবি, স্বাধীন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে ভাবে বয়ান দেওয়া হচ্ছে এতে আখেরে গণতন্ত্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy