দফতর নয়, পঞ্জাবই গুরুত্বপূর্ণ! বিতর্কের আবহে অবশেষে মুখ খুললেন পঞ্জাবের মন্ত্রী তথা আপ নেতা কুলদীপ সিংহ ধারিওয়াল। তাঁর কথায়, ‘‘আমরা সবাই পঞ্জাবকে বাঁচাতে এসেছি। আমার কাছে কোন দফতর থাকল, সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল পঞ্জাব। কোন দফতর থাকল বা না থাকল, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।’’
মুখ্যমন্ত্রী হয়েই ভগবন্ত মান ঘোষণা করেছিলেন, দ্রুত প্রশাসনিক সংস্কার করা হবে। সেই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল অমৃতসরের নেতা ধারিওয়ালকে। কিন্তু বাস্তবে এমন কোনও দফতর গড়া হয়নি বলে অভিযোগ। সম্প্রতি মানের সরকার প্রশাসনিক স্তরে একাধিক রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
২১ জন আইপিএস অফিসারের বদলি, মন্ত্রীদের দফতর রদবদল-সহ নানা পদক্ষেপের কথা আছে সেই বিজ্ঞপ্তিতে। তবে বিতর্কের সূত্রপাত মুখ্যসচিবের দফতর থেকে এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০ মাস ধরে ‘প্রশাসনিক সংস্কার সংক্রান্ত দফতর’ এবং ‘অনাবাসী বিষয়ক দফতর’ সামলেছেন ধারিওয়াল! তিনি এ বার থেকে শুধু ‘অনাবাসী বিষয়ক দফতর’-এর দায়িত্বে থাকবেন। এ কথা জানিয়ে ‘প্রশাসনিক সংস্কার সংক্রান্ত দফতর’ বিলুপ্তির ঘোষণাও রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:
প্রশ্ন উঠতে শুরু করেছে, ২০ মাস ধরে যে দফতরের অস্তিত্বই নেই, সেই দফতর সামলালেন কী ভাবে ধারিওয়াল? বিজেপির সাইবার সেলের নেতা অমিত মালবীয় প্রশ্ন তুলেছেন, যে দফতরের অস্তিত্বই নেই, তাতে ২০ মাস ধরে এক জন মন্ত্রী কী কাজ করছিলেন! শুধু বিজেপি নয়, পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসও বিঁধেছে আপ সরকারকে।