একনাথ শিন্ডেকে খোলা চ্যালেঞ্জ আদিত্য ঠাকরের। — ফাইল ছবি।
মহারাষ্ট্রের ‘অসাংবিধানিক’ সরকারকে চ্যালেঞ্জ জানালেন শিবসেনার উদ্ধব শিবিরের অন্যতম সেনাপতি আদিত্য ঠাকরে। বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বালাসাহেবের নাতির খোলা চ্যালেঞ্জ, ‘‘হিম্মত থাকলে ওরলি আসনে আমার বিরুদ্ধে লড়ুন। দেখি, কী করে জেতেন!’’
শুক্রবার একটি দলীয় কর্মসূচিতে ওরলির বিধায়ক আদিত্য শিবসেনার একনাথ শিবিরের সাংসদ ও বিধায়কদেরও চ্যালেঞ্জ ছোড়েন ইস্তফা দিয়ে নতুন করে ভোটের মুখোমুখি হওয়ার। তিনি বলেন, ‘‘আমি এই অসাংবিধানিক মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। ওরলি আসনে আমি বিধায়কপদ থেকে ইস্তফা দেব। সেখানেই আপনি ভোটে দাঁড়ান, আমিও থাকব। দেখি, আপনি কী করে ওরলি জিততে পারেন।’’ একই সঙ্গে উদ্ধবের সঙ্গ ছাড়া সাংসদ, বিধায়কদেরও চ্যালেঞ্জ ছোড়েন তিনি। বলেন, ‘‘আমি ওই ১৩ জন সাংসদ এবং ৪০ জন বিধায়ককেও ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জ রাখছি। নতুন করে ভোটে লড়ুন, দেখি একজনও জিততে পারেন কি না।’’
২০২২-এর জুনে নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে মহারাষ্ট্রে মহাবিকাশ আঘা়ডী সরকারের পতন হয়। বিজেপির সহায়তা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন বিদ্রোহী শিবসেনা বিধায়ক তথা উদ্ধব মন্ত্রিসভার মন্ত্রী একনাথ শিন্ডে। তার পর থেকেই শিবসেনার দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব নিত্যনৈমেত্তিক হয়ে দাঁড়িয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy