Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Mumbai

মুম্বইয়ে বৃষ্টিতে মৃত মা-মেয়ে

সান্টাক্রুজ় এলাকায় উপচে যাওয়ায় নালায় ডুবে মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর মেয়ের।

প্রবল বৃষ্টিতে জলোচ্ছ্বাস মুম্বইয়ের মেরিন ড্রাইভে। মঙ্গলবার। পিটিআই

প্রবল বৃষ্টিতে জলোচ্ছ্বাস মুম্বইয়ের মেরিন ড্রাইভে। মঙ্গলবার। পিটিআই

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৩:০১
Share: Save:

গত কাল সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বানভাসি মুম্বই শহর ও পার্শ্ববর্তী শহরতলি। সান্টাক্রুজ় এলাকায় উপচে যাওয়ায় নালায় ডুবে মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর মেয়ের। পুলিশ জানিয়েছে, আজ বেলা ১১টা নাগাদ সান্টাক্রুজ়ের ধোবিঘাট এলাকায় বৃষ্টির তোড়ে একটি বাড়ি ভেঙে পড়ে। বাড়ি লাগোয়া নালার জলে পড়ে ভেসে যান ৩৫ বছরের এক মহিলা ও তাঁর তিন শিশুসন্তান। পুলিশ দু’বছরের এক বালিকাকে উদ্ধার করতে পারলেও বাকিরা ভেসে যায়। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মা ও আর এক সন্তানের মৃতদেহ উদ্ধার করে। ৭ বছরের একটি শিশু নিখোঁজ।

গত কাল সন্ধ্যা ৭টা থেকেই চলছিল ভারী বর্ষণ। আবহাওয়া অফিস জানিয়েছে, গত কাল সন্ধ্যা থেকে আজ সকাল ৫-৬টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বই শহর ও শহরতলিতে। ২০০৫ সালের পরে মহানগরীতে এত ভারী বৃষ্টিপাত হয়নি। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। প্রয়োজনে বিপন্নদের আশ্রয়ের জন্য বৃহন্মুম্বই পুরসভার স্কুলগুলিকে তৈরি রাখতে বলা হয়েছে। করোনা-আক্রান্তের নিরিখে দেশে শীর্ষে থাকা মহারাষ্ট্রের চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিল এই বৃষ্টি। মুম্বই ছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ঠাণে, পুণে, রায়গড়, রত্নগিরির মতো জেলায়।

অন্য বিষয়গুলি:

Mumbai Flood Rain Marine Drive
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy