রাসেল’স ভাইপারের বাচ্চা। ছবি: টুইটার থেকে নেওয়া।
কোয়ামবত্তুর চিড়িয়াখানায় এক দিনে সদস্য বেড়ে গেলে ৩৩টি, সৌজন্যে এক রাসেল’স ভাইপার। রাসেল’স ভাইপারটি একসঙ্গে ৩৩টি বাচ্চা দিয়েছে। এই রাসেল’স ভাইপারের বৈশিষ্ট হল, এরা এক সঙ্গে ৬০টি পর্যন্ত বাচ্চার জন্ম দিতে পারে। চিড়িয়াখানায় বাচ্চাগুলির জন্ম হলেও সেগুলিকে সেখানে রাখা হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
কোয়মবত্তূরের ‘ভিওসি পার্ক অ্যান্ড জু’-এর ডিরেক্টর সেনথিল নাথন জানিয়েছেন, এই ৩৩টি বাচ্চাকে চিড়িয়াখানায় রাখা হবে না। তাদের তুলে দেওয়া হবে বন দফতরের হাতে। তার পর সেগুলিকে জঙ্গলে ছাড়ার ব্যবস্থা করবেন বন দফতরের কর্মীরা। তবে স্বাভাবিক ভাবেই ৩৩টি বাচ্চা জঙ্গলে বাঁচবে না। কিছু মারা যাবে, অন্য কোনও পশুর খাদ্য হয়ে যাবে।
সদ্যজাত এই রাসেল’স ভাইপারের কয়েকটি ছবি পোস্ট করেছে সংবাদ সংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে, এক সঙ্গে এই বিষধর সাপের বাচ্চাগুলিকে রাখা হয়েছে। তারা একে অপরের উপর দিয়ে খেলে বেড়াচ্ছে। সেই ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ১৫ ফুটের কিং কোবরাকে ধরে কী করা হল দেখুন, ভাইরাল পোস্ট
আরও পড়ুন: ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে ছবিতে লুকিয়ে থাকা সাপটিকে!
দেখুন সেই পোস্ট:
Tamil Nadu: Russell's Viper gives birth to 33 snakelets at VOC Park Zoo in Coimbatore. The snakelets will be let into Anaikatti forest. pic.twitter.com/DJ2Rx8yV4z
— ANI (@ANI) August 8, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy