Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Death

এক মাস নিখোঁজ, পাশের গ্রামের কুয়ো থেকে মিলল মুণ্ডহীন দেহ!

পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বিনোদকে অন্য কোথাও খুন করে এনে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:০৬
Share: Save:

সেপ্টম্বরের শেষ দিকে রাতে আচমকাই উধাও হয়ে গিয়েছিলেন। এক মাস পর সেই ব্যক্তির দেহ উদ্ধার হল পাশের গ্রামের কুয়ো থেকে। দেহ থেকে মাথা আলাদা ছিল তাঁর। কে বা কারা এই খুনের নেপথ্যে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বিনোদ মিশ্র (৪০)। মঙ্গলবার বিনোদের মুণ্ডহীন দেহ উদ্ধার করা হয়। তার পর কুয়োর মধ্যে ডুবুরি নামিয়ে তাঁর কাটা মুন্ডু বার করে আনা হয়। উত্তরপ্রদেশের কোতয়ালি দেহাত থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সত্যেন্দ্রকুমার সিংহ জানান, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনোদ কোতয়ালি দেহাত থানা এলাকার আগরেসর গ্রামের বাসিন্দা। গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ শৌচকর্ম করতে বাড়ির বাইরে গিয়েছিলেন তিনি। তার পর আর ফিরে আসেননি। রাতভর খোঁজাখুঁজির পর বিনোদকে না পেয়ে থানায় যায় তাঁর পরিবার। নিখোঁজ ডায়েরি করে পুলিশ।

মঙ্গলবার পাশের গ্রামের এক কুয়োয় একটি দেহ ভাসতে দেখেন এক কৃষক। খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসে কুয়ো থেকে মুণ্ডহীন দেহ উদ্ধার করে। পরে কুয়োর মধ্যে ছ’ঘণ্টা খোঁজাখুঁজির পর মেলে কাটা মাথা। সত্যেন্দ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বিনোদকে অন্য কোথাও খুন করে এনে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

অন্য বিষয়গুলি:

Death Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE