সাটারস্টক থেকে নেওয়া ছবি।
একেই বলে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। মধ্যপ্রদেশের এক শ্রমিক পান্না জেলার হিরে খনি অঞ্চলে তিনটি এই মূল্যবান রত্ন পান। যার বাজার মূল্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা বলে জানা গিয়েছে। যিনি ওই হিরে খুঁজে পেয়েছেন তাঁর নাম সুবল বলে জানিয়েছে সংবাদ সংস্থা।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তিনটি হিরের মোট ওজন ৭.৫ ক্যারেট। যার মূল্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। পান্না জেলার হিরে অফিসার আর কে পান্ডে জানিয়েছেন এ কথা। নিয়ম মতো হিরেগুলি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তার ১২ শতাংশ রাজকর হিসেবে কেটে বাকিটা সুবলের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই হিরেগুলি সরকারের কাছে জামা দিয়েছেন সুবল। এবার সেগুলি নিলাম করা হবে।
গত মাসের শেষের দিকেই পান্না জেলায় এক ব্যক্তি তাঁর দুই সহযোগীর সঙ্গে মিলে একটি হিরে খুঁজে পান। যার ওজন ছিল ১০.৬৯ ক্যারেট। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। তার পর আবার খবরে উঠে এল পান্না। এবার এক সঙ্গে তিনটি হিরের খোঁজ মিলল।।
আরও পড়ুন: ভারতের এক খনি থেকে মিলল প্রায় ১১ ক্যারাটের হিরে, দাম কত জানেন?
আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে পর্যটকের শরীরের চাপে ভেঙে গেল ২০০ বছরের পুরনো নারী মূর্তির অঙ্গ
Labourer finds 3 diamonds worth around Rs 30-35 lakh at mine in Madhya Pradesh's Panna district. After deducting 12% tax, he will get the remaining 88% of the auction proceeds: Official
— Press Trust of India (@PTI_News) August 6, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy