ছবি : টুইটার থেকে।
এক সেকেন্ডের তফাৎ বা হয়তো পুরোপুরি একটি সেকেন্ডও নয়। তবু ওই সামান্য ফারাকই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল এক বাইকারোহীকে।
দ্রুতগতি রাজধানী এক্সপ্রেসের সামনে পড়ে গিয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে বুঝতে পারেন। বাইক ফেলে পালানোর চেষ্টাও করেন। কিন্তু উঠে দাঁড়ানোর আগেই ঝড়ের গতিতে চলে আসে সুপারফাস্ট ট্রেন। এক ধাক্কায় গুঁড়িয়ে দেয় বাইক। শরীরে সামান্য চোট পেলেও কোনওমতে প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। ঘটনাটি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। নেট মাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
Smithereens 2022... bike and train🙂🙂🙂 https://t.co/alAgCtMBz5 pic.twitter.com/jBwFDeGGYA
— Rajendra B. Aklekar (@rajtoday) February 14, 2022
ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি রেল ক্রসিংয়ে গেট বন্ধ থাকা সত্ত্বেও লাইন পারাপার করছেন ওই বাইকোরোহী। হঠাৎ তাঁর উপর আলো এসে পড়ে। দেখা যায় বাইকটি ফেলে পালানোর চেষ্টা করছেন মানুষটি। মুহূর্তের মধ্য়েই এসে পড়ে ট্রেন। ট্রেনের সামনে পড়ে পলকে গুঁড়িয়ে যায় বাইক। কোমরে আঘাত লাগে আরোহীর ট্রেনটি প্রবল গতিতে তাঁর শরীর ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান তিনি।
সিসিটিভি ফুটেজের তারিখ বলছে, ঘটনাটি গত শনিবার ১২ ফেব্রুয়ারি দুপুরের। ভিডিয়োটি যিনি পোস্ট করেছেন, তিনি একইরকমের আরও একটি ভিডিয়ো জুড়ে দিয়েছিলেন তার সঙ্গে। সেই ভিডিয়োটিও একটি সিসিটিভি ফুটেজ। সেখানেও এক বাইকারোহীকে দেখা যায় রেল গেট বন্ধ থাকা অবস্থায় রেল লাইন পার হতে। আর তাঁর বাইকটিও একই ভাবে গুঁড়িয়ে যায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায়। যদিও একটু আগে সতর্ক হওয়ায় অক্ষত অবস্থায় বেঁচে যান চালক। ২০২১ এর ২৪ জানুয়ারি ওই ঘটনা ঘটে রাজমুন্দ্রি স্টেশনের কাছে একটি রেল ক্রসিংয়ে। আর শনিবারের ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কোনও এক স্টেশনের কাছে রেল ক্রসিংয়ে।
Smithereens...bike and train!😊😊😊 pic.twitter.com/3IGwtGHDLI
— Rajendra B. Aklekar (@rajtoday) January 27, 2021
ভিডিয়ো দু’টি নেট মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই দুই বাইকারোহীর অতিরিক্ত তাড়াহুড়ো এবং বাস্তবজ্ঞানহীনতার সমালোচনা করেছেন। তবে কেউ কেউ রেলের অবহেলার কথাও বলেছেন। তাঁদের বক্তব্য, ওই বাইকারোহী ক্রসিংয়ে বাইক নিয়ে ঢুকলেন কী করে! রাজধানীর মতো দ্রুতগতি ট্রেন যখন যাচ্ছে, তখন সম্ভাব্য ঝুঁকির কথা ভেবে তো ওখানেই রেলের গার্ডের উপস্থিত থাকার কথা! অথচ দু ক্ষেত্রেই কোনও রেল রক্ষীকে ওই বাইকারোহীদের বাধা দিতে দেখা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy