উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে নিয়ন্ত্রণ হারিয়ে ছ’জনকে পিষে দিল বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশু এবং এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও চার জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুলাওয়াটি রোডের মাসুরি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন কয়েক জন। সেখানে একটি বাস এসে দাঁড়ায়। চালক বাস থেকে নামেন। ঠিক তখনই বাসটি চলতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছ’জনকে পিষে দেয়। চালক বাসটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। এই ঘটনার পরই ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে।
পুলিশ জানিয়েছে, গাফিলতির কারণে চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চার জনের অবস্থা আশঙ্কাজনক। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে রেশমা নামে বছর চল্লিশের এক মহিলার। এ ছাড়াও তিন বছরের এক শিশুরও মৃত্যু হয় এই ঘটনায়।