সিগন্যালিং যন্ত্রের উপর বসে সেই গোখরো। ছবি সৌজন্য টুইটার।
স্টেশনের প্যানেল রুম দখল করে নিল গোখরো। কুণ্ডলী পাকিয়ে একেবারে রাজকীয় ভঙ্গিমায় ফণা তুলে সিগন্যালিং যন্ত্রের বসে ছিল রইল বিশাল সাপ।প্যানেল রুমে এমন এক জন আগন্তুককে দেখে আঁতকে উঠেছিলেন স্টেশন মাস্টার।তবে গোখরোটিকে তিনি কোনও ভাবে বিরক্ত করতে চাননি। সেই ছবি নেটমাধ্যমে ভাইরাল হতেই কেউ কেউ রসিকতা করে বলেছেন, ‘যাক, এ বার তা হলে সাপও ট্রেন পরিচালনার দায়িত্বে!’
A six feet Cobra sneaked on the table of railway officer at Panel room of Ravtha Road (RDT), Kota Division. It however did not affect train services on the busy section. Station is thronged by thousands of engineering/medical aspirants daily pic.twitter.com/4F0SNoZ1TR
— Deepak Kumar Jha (@journalistjha) June 1, 2022
কেউ আবার বলেছেন, ‘সামনে এত বড় বিষধর একটি সাপকে দেখেও প্রায় নির্বিকার ভাবে বসে রয়েছেন স্টেশন মাস্টার!’ আবার কেউ রকিসতা করে বলেছেন, ‘স্টেশন মাস্টার ঠিক মতো কাজ করছেন কি না, তা খতিয়ে দেখতে এসেছে গোখরোটি।’
জানা গিয়েছে, গোখরোটি ৬ ফুটের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা জেলার রাবতা রোড স্টেশনে। গোখরোটি বেশ কিছু ক্ষণ সিগন্যালিং যন্ত্রের উপর বসে ছিল। তার পর ধীরে ধীরে প্যানেল রুম ছে়ড়ে বেরিয়ে যায়। তবে এই ঘটনার জন্য ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি বলে কোটা রেল ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy