ফাইল ছবি
‘নতুন অধ্যায়’ শুরু করতে চলেছেন তিনি— এই মর্মে টুইট করে নিজেই বিজেপিতে যোগদানের কথা জানিয়ে দিলেন গুজরাতের পাটীদার নেতা হার্দিক পটেল। টুইটে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তিনি এক জন ‘ছোট সৈনিক’ হিসাবে আঞ্চলিক এবং সমাজের স্বার্থে কাজ করবেন।
চলতি মাসের শুরুর দিকে কংগ্রেস ছাড়ার পর তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিলই। পদত্যাগ করার পর বিজেপিকে নিয়ে প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর গলায়। তার পর থেকে পাটীদার নেতার বিজেপিতে যোগদানের বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, গাঁধীনগরে বিজেপির রাজ্য সভাপতি সিআর পাটিলের নেতৃত্বে বৃহস্পতিবার পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন হার্দিক। বিজেপি মনে করছে, হার্দিককে পাওয়া গুজরাত ভোটের আগে যথেষ্ট স্বস্তিজনক। গত বিধানসভা ভোটের আগে যখন যেখানে সভা করেছিলেন হার্দিক, গড়ে আড়াই লাখ মানুষের ঢল ছিল। বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়ে সুরাত থেকে রাজকোট মোদী-বিরোধী স্লোগানে ভরিয়ে দিয়েছিলেন তিনি। এ বার উল্টো স্লোগান দিয়ে বিরোধীদের রাতের ঘুম কাড়তে মাঠে নামবেন তিনি। তবে দাবির বদল হচ্ছে না হার্দিকের।
পাঁচ বছর আগে গুজরাতের বিধানসভা নির্বাচনে হার্দিকের পাটীদারদের জন্য সংরক্ষণের দাবিতে আন্দোলনের সুফল কুড়িয়েছিল কংগ্রেস। সেই দাবি মেনে নেয়নি বিজেপি। তা সত্ত্বেও তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে, এ বারও একই দাবিতে সরব হবেন তিনি। তা পাটীদারদের কতটা মন জয় করতে পারেন তিনি, সেটাই দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy