চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। সেপ্টেম্বরেই রাজধানীতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গি ও ম্যালেরিয়ায়। চিকুনগুনিয়া, ডেঙ্গি আর ম্যালেরিয়া রোগীতে দিল্লির হাসপাতালগুলি উপচে পড়ছে। আর এ সবের মধ্যেই কেন্দ্রের বিজেপি সরকার আর দিল্লির কেজরীবাল সরকার একে অপরকে দোষারোপ করতে শুরু করছে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন হাসপাতাল ঘুরে দেখার বদলে গোয়ায় ছুটে গিয়েছেন সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে ‘আম আদমি পার্টি’র (আপ) ভিত মজবুত করতে। গলায় অস্ত্রোপচার করতে বেঙ্গালুরুতে কাটিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এসেই যখন শুনলেন স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে খুব হই চই হচ্ছে, তখনই তিনি সকলের নজর অন্য দিকে ঘুরিয়ে দিতে দোষটা চাপিয়ে দিয়েছেন কেন্দ্রের ঘাড়ে। বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, এ সব কেন হচ্ছে?’’ আরও মজার ঘটনা হল, এই পরিস্থিতিতে দিল্লিতে নেই লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং। তিনি গিয়েছেন আমেরিকায়। দিল্লিতে নেই কেজরীবালের ১০ দিনের অনুপস্থিতিতে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া মনীশ শিশোদিয়া। একটি শিক্ষামূলক কর্মসূচিতে অংশ নিতে তিনি গিয়েছেন ফিনল্যান্ডে।
আরও পড়ুন- আগুন নিভলেও থমথমে বেঙ্গালুরু, আরও এক জনের মৃত্যু হাসপাতালে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy