Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Food Poisoning at Andhra Pradesh Orphanage

শিশুদের খাদ্যে বিষক্রিয়া, অন্ধ্রপ্রদেশের অনাথাশ্রমে মৃত্যু তিন শিশুর, গুরুতর অসুস্থ আরও ৩৪

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন রাজ্যের উপ-শিক্ষা কর্মকর্তাও। কীভাবে বিষক্রিয়া ছড়াল খতিয়ে দেখতে চলছে তদন্ত।

— প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ১৮:৫৬
Share: Save:

খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু হল তিন শিশুর। অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরও ৩৪ জন। রবিবার এমনই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের একটি অনাথাশ্রমে।

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় একটি গির্জা পরিচালিত ওই অনাথাশ্রমে ৮৬ জন শিশুর বাস। রবিবার সকালে প্রাতরাশের পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই শিশুদের একাংশ। কারও পেটে ব্যথা, কারও বমির মতো উপসর্গ দেখা দেয়। একের পর এক পড়ুয়ার মধ্যে একই উপসর্গ ধরা পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা অনাথাশ্রমে। একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন কর্তৃপক্ষও। তড়িঘড়ি অসুস্থ শিশুদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন রাজ্যের উপ-শিক্ষা কর্মকর্তাও।

রবিবারই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিন শিশুর। তাদের তিনজনেরই বয়স ন’বছরের কম। বাকি শিশুদের চিকিৎসা চলছে আনাকাপল্লি এবং বিশাখাপত্তনম জেলার বিভিন্ন হাসপাতালে। মৃত শিশুদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সে রাজ্যের সরকার। কীভাবে বিষক্রিয়া ছড়াল তা খতিয়ে দেখতে ওই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপ-শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে চলছে তদন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE