১৪ দিন অতিক্রান্ত, এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি তেলঙ্গানার সুড়ঙ্গে আটক আট শ্রমিকের। শুক্রবারই উদ্ধার অভিযানে নামানো হয় কেরল পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দলকে। এ ছাড়াও রোবটের মাধ্যমেও শ্রমিকদের অবস্থান চিহ্নিত করার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত আটক শ্রমিকদের কারও তরফে কোনও সাড়াশব্দ বা উত্তর পাওয়া যায়নি। আর এখানেই সন্দেহ আরও বাড়ছে উদ্ধারকারী দলের।
১২টি উদ্ধারকারী দলের মোট ৭০০ জন সদস্য উদ্ধারকাজে নেমেছেন। সুড়ঙ্গের ভিতর থেকে পলি তোলার কাজ চলছে দুর্ঘটনার দু’দিন পর থেকেই। পাশাপাশি পাম্প দিয়ে জল বার করা হচ্ছে। কিন্তু তার পরেও বিশেষ সুবিধা করতে পারছেন না উদ্ধারকারীরা। কারণ, সুড়ঙ্গ থেকে জল বার করতে না করতেই আবার জলে ভরে যাচ্ছে। আর এখানেই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলগুলিকে।
আরও পড়ুন:
রাজ্যের সেচমন্ত্রী এন উত্তমকুমার রেড্ডি গোটা বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন। শনিবার তিনি সুড়ঙ্গে যান। সেখানে উদ্ধারকাজের পরিস্থিতি খতিয়ে দেখেন। উদ্ধারকারীদের সঙ্গে পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করেন। গত ২২ ফেব্রুয়ারি সুড়ঙ্গের একাংশে ধস নেমে আটকে পড়েন আট শ্রমিক। তাঁদের মধ্যে দু’জন ইঞ্জিনিয়ারও আছেন।