বিবেক দেবরায় ও অরবিন্দ পানাগাড়িয়া
গত বছর মার্চের কথা। একটি বিতর্কে একই সঙ্গে হাজির মন্টেক সিংহ অহলুওয়ালিয়া ও অরবিন্দ পানাগাড়িয়া। মন্টেক তখনও যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান। পানাগাড়িয়া বলেছিলেন, যোজনা তৈরি করাটা অভ্যাস হয়ে গিয়েছে। এই অভ্যাস ছাড়তে হবে। বাজার অর্থনীতির যুগেও যোজনা দরকার। কিন্তু তা যোজনা কমিশন তৈরি করবে না। মন্ত্রকগুলি তৈরি করবে। যোজনা কমিশনের মতো প্রতিষ্ঠান সম্পর্কে নতুন করে ভাবনাচিন্তা করা দরকার।
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে যোজনা কমিশনই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বদলে তৈরি হচ্ছে নতুন প্রতিষ্ঠান, নীতি আয়োগ। আর সে দিন যিনি যোজনা কমিশনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজ নরেন্দ্র মোদী সেই পানাগাড়িয়াকেই নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান পদে নিয়োগ করলেন। নীতি (ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া) আয়োগের অন্য দুই স্থায়ী সদস্য পদে নিযুক্ত করা হয়েছে অর্থনীতিবিদ বিবেক দেবরায় ও প্রাক্তন প্রতিরক্ষা সচিব ভিকে সারস্বতকে।
আগেই সিদ্ধান্ত হয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রিসভার বাছাই করা সদস্যকে নীতি আয়োগে রাখা হবে। আজ মোদী অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, রেলমন্ত্রী সুরেশ প্রভু এবং কৃষিমন্ত্রী রাধামোহন সিংহকে বেছে নিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে অন্য তিনমন্ত্রী নিতিন গডকড়ী, থাওয়ার চাঁদ গহলৌত ও স্মৃতি ইরানিকে। নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নিজেই। পানাগাড়িয়াও ভাইস-চেয়ারম্যান হিসেবে পূর্ণমন্ত্রীর সমান পদমর্যাদা পাবেন। বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরবিন্দ পানাগাড়িয়া প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন। আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে বিশেষজ্ঞ বলে পরিচিত পানাগাড়িয়া এর আগে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদের পদে ছিলেন। বিশ্ব ব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থায় কাজ করেছেন। ভারত ও আমেরিকা, দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে তাঁর।
জগদীশ ভগবতীর ভাবশিষ্য বলে পরিচিত পানাগাড়িয়া সাধারণ মানুষের কাছে পরিচিত নাম হয়ে ওঠেন লোকসভা নির্বাচনের ঠিক আগে, নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর। মোদীর প্রধান অস্ত্র ছিল তাঁর গুজরাতের উন্নয়ন মডেল। ভগবতী ও পানাগাড়িয়া সেই মডেলকেই সমর্থন করে বই লিখেছিলেন। তাঁদের সঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তাত্ত্বিক সংঘাত হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy