Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Lottery Horoscope Prediction

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে, জেনে নিন

ভাগ্য ভাল থাকলে লটারিতে অনেকে পুরস্কার পান, অনেকের আবার লাভের বদলে লোকসানই হয়।

Zodiac signs most likely to win the lottery this week from 15th to 21st September

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৯
Share: Save:

লটারি জেতা ভাগ্যের ব্যাপার। ভাগ্য ভাল থাকলে লটারিতে অনেকে পুরস্কার পান, অনেকের আবার লাভের বদলে লোকসানই হয়। লটারিতে পুরস্কার পাবেন কি না, তার কিছুটা ধারণা দিতে পারে জ্যোতিষশাস্ত্র। দেখে নেওয়া যাক ১৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর কোন কোন রাশির মানুষ লটারির টিকিট কাটতে পারেন।

মেষ– মেষ রাশির মানুষেরা সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের প্রথম দিকে লটারির টিকিট কাটার ঝুঁকি নেবেন না। শেষ দিকে একবার কেটে দেখতে পারেন।

বৃষ– লটারি জেতার ক্ষেত্রে এই সপ্তাহে বৃষ রাশির ব্যক্তিরা একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন, শুভ যোগ রয়েছে।

মিথুন– এই সপ্তাহে মিথুন রাশির মানুষরা লটারির টিকিট কাটার ব্যাপারে সতর্ক থাকুন।

কর্কট– কর্কট রাশির মানুষরা সপ্তাহের প্রথম দিকে লটারির টিকিট কাটতে পারেন, তবে শেষের দিকে না কাটাই উচিত হবে।

সিংহ– লটারির ক্ষেত্রে এই সপ্তাহটা সিংহ রাশির জন্য খুব একটা শুভ নয়।

কন্যা– এই সপ্তাহের প্রথম দিকে কন্যা রাশির মানুষেরা একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন।

তুলা– তুলা রাশির জন্য এই গোটা সপ্তাহটাই শুভ, তবে বেশি অর্থের লটারির টিকিট কাটা উচিত হবে না।

বৃশ্চিক– এই সপ্তাহে বৃশ্চিক রাশির মানুষদের লটারির জন্য কোনও শুভ যোগ নেই।

ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে একবার লটারি কেটে দেখতে পারেন।

মকর– লটারির ক্ষেত্রে মকর রাশির এই সপ্তাহে শুভ যোগ রয়েছে।

কুম্ভ– কুম্ভ রাশির ক্ষেত্রে মিশ্র যোগ রয়েছে, জিততেও পারেন, আবার না-ও পারেন।

মীন– মীন রাশির জন্যও এই সপ্তাহে লটারি জেতার ক্ষেত্রে মিশ্র যোগ রয়েছে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

অন্য বিষয়গুলি:

Lottery Win Lottery Prize Lottery Ticket Horoscope Astrology Astrological Prediction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy