এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, পারিবারিক ক্ষেত্রে মিশ্রফল লাভের যোগ বিদ্যমান। পারিবারিক ক্ষেত্রে ঘনিষ্ঠ কোনও ব্যক্তির সহযোগিতায় ও পরামর্শে প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠতে পারবেন। পিতামাতার শারীরিক সমস্যা অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করতে পারে। পারিবারিক ক্ষেত্রে অনেক সময় নিজের সিদ্ধান্তের সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। পৈতৃক সম্পত্তিগত বিষয়ে সাংসারিক অশান্তির সৃষ্টি হতে পারে। ভ্রাতা বা ভগ্নীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বিদ্যায় আশানুরূপ সুফল লাভে বাধা আসতে পারে। যাঁরা উচ্চশিক্ষায় যুক্ত, তাঁরা সচেষ্ট হলে যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবেন। গবেষণার সঙ্গে যুক্তদের সুফল লাভের সম্ভাবনা। দাম্পত্য ক্ষেত্রে মাঝেমাঝে অশান্তির সম্ভাবনা আছে। প্রণয়ে বাধা আসতে পারে। বিবাহে বাধা এলেও সেটা সাময়িক। সন্তানদের ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। তাদের উন্নতিতে মানসিক স্বস্তি পাওয়ার লক্ষণ রয়েছে। এ বছর শারীরিক ক্ষেত্রে শুভাশুভ ফলপ্রদ। বুকের কোনও রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়। সর্দিকাশির সমস্যা বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত অনিয়মের জন্য শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে একাধিক বার শয্যাশায়ী হওয়ার সম্ভাবনাও দেখা যায়। চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। নূতন বিনিয়োগের ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা আছে। গুরুজনের চিকিৎসার কাজে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়।
আরো পড়ুনএ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, সাংসারিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের থেকে সাহায্য না-ও পেতে পারেন। সাংসারিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। অপ্রয়োজনীয় কথায় শত্রুবৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে সমস্যাবৃদ্ধি হতে পারে। একাধিক সমস্যায় মানসিক শান্তি নষ্ট হতে পারে। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের ক্ষেত্রে সক্রিয় সাহায্য পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অবিবাহিতদের বিবাহে বাধার লক্ষণ আছে। বিদ্যায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা। উচ্চশিক্ষায় যুক্ত ব্যক্তিরা সুফল পেতে পারেন। গবেষণায় যুক্তদেরও আশানুরূপ সুফল পাওয়ার সম্ভাবনা দেখা যায়। কারিগরি বিষয়ক শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। সন্তানদের উন্নতির সম্ভাবনা প্রবল। তাদের উন্নতির জন্য শান্তিলাভ ও গর্ব হতে পারে। এ বছর পিতামাতার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন সূত্রে ভ্রমণের সম্ভাবনা আছে।
আরো পড়ুনএ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী পারিবারিক ক্ষেত্রে একাধিক বার বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা থাকলেও একাধিক বার শত্রুতার সম্মুখীন হওয়ার যোগ রয়েছে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন ক্ষেত্রে আত্মীয়দের সহযোগিতা বৃদ্ধি হবে। এ বছর বন্ধুভাগ্য মোটামুটি। বন্ধুরা যথেষ্ট সাহায্য করবেন। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিদ্যায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ ও সম্মান লাভের সম্ভাবনা আছে। শিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। যারা বিজ্ঞান বিষয়ক শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশাতীত সাফল্য লাভের সম্ভাবনা। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা। এ বছর একাধিক বার ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।
আরো পড়ুনএ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায়, পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও নিজের চেষ্টায় তার সমাধান করতে সমর্থ হবেন। তবে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বন্ধুরা সক্রিয় সহযোগিতা করবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে বিরুদ্ধ পরিস্থিতি অনেকাংশে আয়ত্তে আসবে। দাম্পত্য ক্ষেত্রে একাধিক বার অশান্তির সম্ভাবনা দেখা যায়। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভাল যাবে না। একাধিক বার শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানদের উন্নতি আপনাকে আনন্দ দেবে। শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা বিদ্যমান। সচেষ্ট হলে আশাতীত উন্নতির সুযোগ আসবে। উচ্চশিক্ষায় যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থীরা যথেষ্ট উন্নতি করতে সমর্থ হবেন। এ বছর বাসস্থান সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। এ বছর ভ্রমণের সুযোগ আসবে।
আরো পড়ুনএ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, পারিবারিক ক্ষেত্র মিশ্র ফলপ্রদ হবে। একাধিক বার পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে সমস্যাগুলির সমাধান করতে সমর্থ হবেন। শত্রুরা সক্রিয় হতে পারে, তাই সর্বদা সতর্ক থাকতে হবে। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মতের অমিল হওয়ার সম্ভাবনা। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভাল যাবে না, রোগবৃদ্ধির জন্যে একাধিক বার শয্যাশায়ী হওয়ার আশঙ্কা। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি থাকবে। ভ্রাতা বা ভগ্নীর সঙ্গে সম্পর্কও স্বাভাবিক থাকবে। সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে। সন্তানদের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। শিক্ষার্থীদের শিক্ষালাভের ক্ষেত্রে কিছুটা বাধার সমস্যা দেখা দিতে পারে। তবে সচেষ্ট হলে সাফল্যের সম্ভাবনা দেখা যায়। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা। বিজ্ঞান ও কলা বিভাগের শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে।
আরো পড়ুনএ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী সাংসারিক ক্ষেত্রে শুভফল লাভ করার সম্ভাবনা দেখা যায়। পরিবারে সুখশান্তি বিরাজ করবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। একাধিক বার তাঁদের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর সন্তানদের বিষয়ে শুভফল আশা করা যায়। সন্তানদের উন্নতিতে আনন্দ লাভ। শিক্ষার্থীদের কিছু বাধার সম্ভাবনা দেখা যায়। একাধিক বার সু্যোগ নষ্টের যোগ রয়েছে। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে শুভফল লাভের সম্ভাবনা। গবেষণায় সাফল্য লাভের যোগ। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। একাধিক বার বন্ধুদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা দেখা যায়। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর শত্রুরা ক্ষতি করতে পারবে না। তবে মাঝেমাঝে শান্তি বিনষ্টের চেষ্টা করবে। একাধিক বার ভ্রমণের সুযোগ আসবে।
আরো পড়ুনএ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী অনেক ক্ষেত্রেই তেমন পরিবর্তন আশা করা যায় না। পারিবারিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। পারিবারিক ক্ষেত্রে জটিল সমস্যার সমাধানে সচেষ্ট হলে সমাধান করতে সমর্থ হবেন। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা বিদ্যমান। বন্ধুদের থেকে সতর্ক থাকতে হবে। তাঁদের দ্বারা একাধিক বার অর্থক্ষতির সম্ভাবনা আছে। আবার দূরের কোনও বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সঠিক সিদ্ধান্তের অভাবে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। বছরের শুরুতে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা আছে। এমনকি, প্রণয়মূলক বিবাহের সম্ভাবনাও দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে একাধিক বার প্রবল অশান্তির যোগ রয়েছে। বিদ্যায় বাধার কারণে আশানুরূপ সুফল লাভের আশা কম। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সচেষ্ট হলে সুফল লাভের সুযোগ আসবে। এ বছর একাধিক বার ভ্রমণের সুযোগ এসে যেতে পারে। মাতা বা মাতৃস্থানীয় কারও শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। পিতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।
আরো পড়ুনএই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বাধার সন্মুখীন হতে পারে। তবে তা ক্ষণস্থায়ী। পারিবারিক সমস্যায় ধৈর্য ধরে চলতে হবে। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। সামাজিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। বন্ধুদের সাহায্য পেয়ে সামাজিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। এ বছর বন্ধুভাগ্য ভাল। শিক্ষা ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হবে পারে। তবে সচেষ্ট হলে উচ্চশিক্ষায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষা ক্ষেত্রে সম্মান লাভের সম্ভাবনা আছে। পিতা-মাতার স্বাস্থের ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে। একাধিক বার তাঁদের রোগ বৃদ্ধি চিন্তার কারণ হতে পারে। এ বছর অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। এমনকি, প্রণয়মূলক বিবাহের সম্ভাবনাও আছে। তবে দাম্পত্য ক্ষেত্রে মাঝেমাঝে মতের অমিল হওয়ার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সন্তানদের স্বাস্থ্য খুব ভাল যাবে না। সন্তানদের উন্নতিতে আনন্দ লাভের সম্ভাবনা দেখা যায়। ভ্রাতা বা ভগ্নীদের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এ বছর ভ্রমণের সুযোগ আসবে।
আরো পড়ুনএই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী পারিবারিক জীবন মোটামুটি শুভ বলা যায়। সুদূ্রপ্রসারী পরিবর্তন অনেকাংশে শুভফলদায়ক হবে। তবে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের জন্য কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। বাসস্থান সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা আছে। নতুন ভূসম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। শিক্ষায় কিছু বাধা আসতে পারে, তবে তা সাময়িক। উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। বিজ্ঞান ও কলাবিদ্যায় বিশেষ উন্নতির সম্ভাবনা। পিতা-মাতার স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে। বছরটি সন্তানদের পক্ষে শুভ বলা যায়। তাদের উন্নতির সুযোগ আসবে। তবে সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে শুভফল লাভের আশা করা যায়। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর বিদেশে ভ্রমণের সুযোগ আসবে।
আরো পড়ুনএই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, দীর্ঘ দিনের কোনও আশা পূরণের সুযোগ আসবে। পারিবারিক ব্যাপারে আশানুরূপ সুফল আশা করা যায়। কোনও প্রভাবশালী ব্যাক্তির মাধ্যমে উন্নতি ও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা যায়। পারিবারিক ক্ষেত্রে বাধা এলেও নিজের বুদ্ধির দ্বারা সহজেই তা দূর করতে সমর্থ হবেন। আত্মীয়দের সঙ্গে মাঝেমধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার উন্নতিতে আত্মীয়রা বাধা দিতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্যের ব্যাপারে মাঝেমাঝে উদ্বেগের সম্ভাবনা দেখা যায়। শিক্ষা ক্ষেত্রে মোটামুটি সুফল লাভের সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় যথেষ্ট উন্নতির সুযোগ আসবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা গবেষণার সঙ্গে যুক্ত, তাঁরা আশানুরূপ সুফল পেতে পারেন। দাম্পত্য জীবনে মাঝেমাঝে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে তা সাময়িক। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যায়। প্রণয়মূলক বিবাহের সম্ভাবনাও রয়েছে। এ বছর সন্তানদের জন্য সুখবৃদ্ধি হতে পারে। সন্তানের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। এ বছর ভ্রমণের সুযোগ আসবে। এমনকি, বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।
আরো পড়ুনএই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, পারিবারিক ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল হলেও বুদ্ধিবলে তা আয়ত্তে আনতে সমর্থ হবেন। পারিবারিক ক্ষেত্রে একাধিক বার প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে শত্রুবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। আত্মীয়দের থেকে সাহায্যের আশা কম। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য উন্নতি লাভে সমর্থ হবেন। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক সমস্যা সৃষ্টি হতে পারে। বন্ধুরা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ভ্রাতা বা ভগ্নীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পিতা-মাতার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শিক্ষায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় কিছু বাধা এলেও তা সাময়িক। উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিবাহে বাধা আসতে পারে। সন্তানদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের উন্নতি অনেকাংশে চিন্তামুক্ত করবে। সামাজিক ক্ষেত্রে নাম-যশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বছরের শেষ ভাগে সামগ্রিক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়।
আরো পড়ুনএ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, পারিবারিক দিক থেকে আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা আছে। পারিপার্শ্বিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বন্ধুদের কাছ থেকে সব রকমের সহযোগিতা লাভের সম্ভাবনা দেখা যায়। পিতা-মাতার সঙ্গে সমস্যা দেখা দিতে পারে, তবে তা সাময়িক। বিদ্যায় সুফল লাভের সম্ভাবনা। উচ্চশিক্ষার্থীদের আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর লটারি সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাসস্থান সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। পুত্র বা কন্যার উন্নতিতে বাধা আসতে পারে। তাঁদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুনOr
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy