Advertisement
০৯ অক্টোবর ২০২৪

জোড়া শালিক দেখা কি ভাল? কী বলছে জ্যোতিষ

আমাদের হিন্দুদের মনে পশু পাখিদের নিয়ে অনেক রকম সংস্কার রয়েছে। অনেকে বলে বাড়িতে গরু পোষা অত্যন্ত শুভ, আবার বিড়াল পোষা একদমই ভাল নয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

আমাদের হিন্দুদের মনে পশু পাখিদের নিয়ে অনেক রকম সংস্কার রয়েছে। অনেকে বলে বাড়িতে গরু পোষা অত্যন্ত শুভ। প্রাচীন কাল থেকেই এই কথাগুলি লোকমুখে প্রচারিত। এই ধারণাগুলি কতটা বাস্তবায়িত বা ভাগ্যের সঙ্গে এর যোগসূত্র আছে কিনা সে সম্পর্কে দেখে নেওয়া যাক।

• আমরা প্রায় সকলেই জানি যে সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়। জ্যোতিষও বলে, এক শালিক দেখা অশুভ, জোড়া শালিক দেখা শুভ।

• গরু পোষা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। কোনও শুভ কাজে বেরোনোর আগে যদি গরুকে কিছু খাবার খাওয়ানো হয়, তা হলে কাজটা সফল হয়।

আরও পড়ুন: যে রাশিগুলির মধ্যে প্রেমের সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হয়

• বাড়িতে খুব কর্কশ শব্দে কাক ডাকা মানেই অশুভ বার্তা বয়ে আনা। কাক যদি কোনও ভাবে গায়ে মল ত্যাগ করে, তা হলে খুবই অশুভ।

• যদি কোনও পাখি মাথার ওপর দিয়ে উড়ে যায় তাহলে সেটা অশুভ। কাক বাদে অন্য কোনও পাখি যদি মানুষের গায়ে মল ত্যাগ করে সেটা খুব শুভ বলে মানা হয়।

• ডান হাত বা ডান চোখ কাঁপলে খারাপ, কিন্তু বাঁ হাত, বাঁ চোখের ক্ষেত্রে সেটা উল্টো ফল দেয়।

• বাড়িতে প্রজাপতির প্রবেশ নাকি শুভ বার্তা নিয়ে আসে। তবে জোর করে প্রজাপতি ধরে রাখলে ফল খারাপ হবে।

• ভুল করে জামা কাপড় উল্টো পরা খুব ভাল লক্ষণ। কিন্তু যদি ভুল করে পরা হয় তবেই। যদি ইচ্ছাকৃত ভাবে করা হয়, তা হলে ফল উল্টো হতে পারে।

অন্য বিষয়গুলি:

Indian Myna Cat Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE