Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Astrological Tips

শত পরিশ্রম করেও অর্থলাভ হচ্ছে না? কয়েকটি সহজ টোটকা মেনে চলুন

দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ টোটকা রয়েছে যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়।

Tips to become rich

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ১৩:০৩
Share: Save:

দারিদ্র মানুষের জীবনে একটা এমন অবস্থা যা মানুষকে ভিতর থেকে একেবারে দুর্বল করে ফেলে। এর প্রভাবে মানুষ কখনও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। এই দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ টোটকা রয়েছে যেগুলি সঠিক নিয়ম অনুসারে পালন করতে পারলে দ্রুত ফল পাওয়া যায়।

দারিদ্র দূর করার সহজ কয়েকটি টোটকা:

১) নিত্যপুজো করার সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে। শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না। এটি চরম দারিদ্র ডেকে আনে।

২) কোনও প্রয়োজনে বাড়িতে কখনও যদি গাছ কাটা হয় তা হলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে। কারণ বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্র নিয়ে আসে।

৩) বাড়ির প্রধান দরজার সামনে কখনও ভারী বা বড় কিছু রাখতে নেই যেমন পাথরের চাঁই, মাটির ঢিবি জাতীয় কোনও কিছু। এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায়।

৪) বাড়িতে কোনও জায়গায় নোংরা জল জমতে দেওয়া যাবে না। এর ফলে বাড়িতে দারিদ্র খুব দ্রুত প্রবেশ করে। এ রকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন।

৫) প্রতি দিন ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে মুছলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায়।

৬) বাড়িতে জলের পাত্র কখনও খালি রাখবেন না। সব সময় জলপূর্ণ রাখতে হয়। খালি জলের পাত্র দারিদ্রের অন্যতম লক্ষণ।

অন্য বিষয়গুলি:

Astrological Tips Astrology money rich
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE