Advertisement
০৭ অক্টোবর ২০২৪

বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে চলতি ভাদ্র মাসের পূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি

এই পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো করলে জীবন থেকে অশুভ ছায়া কেটে যায়। এই দিনে অনেক বাঙালি মহিলাই উমা-মহেশ্বরের পুজো করে থাকেন। এই পূর্ণিমা ইন্দ্র পূর্ণিমা, ভাদ্রী পূর্ণিমা নামেও পরিচিত।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৫
Share: Save:

হিন্দু শাস্ত্র মতে, এই পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো করলে জীবন থেকে অশুভ ছায়া কেটে যায়। এই দিনে অনেক বাঙালি মহিলাই উমা-মহেশ্বরের পুজো করে থাকেন। এই পূর্ণিমা ইন্দ্র পূর্ণিমা, ভাদ্রী পূর্ণিমা নামেও পরিচিত। জেনে নেওয়া যাক ১৪২৬ সনের (২০১৯ সাল) ভাদ্র মাসের পূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

পূর্ণিমার আরম্ভ:

বাংলা তারিখ: ২৭ ভাদ্র ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ১৩/০৯/২০১৯।

সময়: সকাল ০৭টা ৩৫ মিনিট থেকে।

পূর্ণিমার নিশিপালন:

বাংলা তারিখ: ২৭ ভাদ্র ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ১৩/০৯/২০১৯।

শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত:

বাংলা তারিখ: ২৭ ভাদ্র ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ১৩/০৯/২০১৯।

সময়: সন্ধ্যা ০৫টা ৪০ মিনিট থেকে রাত্রি ০৭টা ১৬ মিনিট মধ্যে।

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৮ ভাদ্র ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১৪/০৯/২০১৯।

সময়: সকাল ১০টা ০৩ মিনিট পর্যন্ত।

পূর্ণিমার ব্রতোপবাস:

বাংলা তারিখ: ২৮ ভাদ্র ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১৪/০৯/২০১৯।

আরও পড়ুন: এই চারটি রাশির ওপর হনুমানজির কৃপা সর্বদা থাকে

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২৬ ভাদ্র ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ১৩/০৯/২০১৯।

সময়: সকাল ০৬টা ৪৫ মিনিট থেকে।

পূর্নিমার নিশিপালন:

বাংলা তারিখ: ২৭ ভাদ্র ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ১৩/০৯/২০১৯।

শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত:

বাংলা তারিখ: ২৭ ভাদ্র ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ১৩/০৯/২০১৯।

সময়: সন্ধ্যা ০৫টা ৪০ মিনিট থেকে রাত্রি ০৭টা ১৬ মিনিট মধ্যে।

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৭ ভাদ্র ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১৪/০৯/২০১৯।

সময়: সকাল ০৮টা ৪৮ মিনিট পর্যন্ত।

পূর্ণিমার ব্রতোপবাস:

বাংলা তারিখ: ২৮ ভাদ্র ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১৪/০৯/২০১৯।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Visuddha Siddhanta Gupta Press
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE