মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ! জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী এবং তার মাহাত্ম্যই বা কী, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ! মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভাল প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়।
যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরকযাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সে-ও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকররাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে,বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া, স্বর্ণ দানে এবং দক্ষিণা-সহ যজ্ঞ সম্পাদনে ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠারস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো,পাপরূপ অন্ধকারের সূর্য্যসদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবনধারণ করে, জলে বুদবুদের মতো তঁদের জন্ম-মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ডপুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
ইতি অপরা একাদশী ব্রতকথা সমাপ্ত।
আরও পড়ুন: প্রত্যেকের নামই কোনও না কোনও রঙে রাঙানো (প্রথম অংশ)
এখন দেখে নেওয়া যাক ১৪২৬ সনের অপরা একাদশীর নির্ঘণ্ট ও সময়সূচি (বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে):
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
একাদশী আরম্ভ:
বাংলা তারিখ: ১৪ জ্যৈষ্ঠ, ১৪২৬, বুধবার।
ইং তারিখ: ২৯/০৫/২০১৯।
সময়: দুপুর ঘ ৩টে ২১ মিনিট থেকে।
একাদশী শেষ:
বাংলা তারিখ: ১৫ জ্যৈষ্ঠ, ১৪২৬ বৃহস্পতিবার।
ইং তারিখ: ৩০/০৫/২০১৯।
সময়: বিকেল ঘ ৪টে ৩৮ মিনিট পর্যন্ত।
একাদশীর উপবাস:
বাংলা তারিখ: ১৫ জ্যৈষ্ঠ, ১৪২৬ বৃহস্পতিবার।
ইং তারিখ: ৩০/০৫/২০১৯।
সময়: বিকেল ঘ ৪টে ৩৮ মিনিট পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
একাদশী আরম্ভ:
বাংলা তারিখ: ১৪ জ্যৈষ্ঠ, ১৪২৬ বুধবার।
ইং তারিখ: ২৯/০৫/২০১৯।
সময়: দুপুর ঘ ১/৩০ মিনিট থেকে।
একাদশী শেষ:
বাংলা তারিখ: ১৫ জ্যৈষ্ঠ, ১৪২৬ বৃহস্পতিবার।
ইং তারিখ: ৩০/০৫/২০১৯।
সময়: দুপুর ঘ ২/৫৩ মিনিট পর্যন্ত।
একাদশীর উপবাস:
বাংলা তারিখ: ১৫ জ্যৈষ্ঠ, ১৪২৬ বৃহস্পতিবার।
ইং তারিখ: ৩০/০৫/২০১৯।
সময়: দুপুর ঘ ২/৫৩ মিনিট পর্যন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy