চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। ঘুরতে ঘুরতে যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসবে, তখন পৃথিবী থেকে এর আলোকিত অংশ দেখা যাবে না। আর তখনই অমাবস্যা হবে। এই অমাবস্যা চিতালগী অমাবস্যা (উৎকল)।
এখন দেখে নেওয়া যাক, ১৪২৬ সনের শ্রাবণ মাসের অমাবস্যার নির্ঘণ্ট ও সময়সূচি (বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা) মতে:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
আরও পড়ুন: শিবের প্রিয় এই ফুল দিয়ে পুজো করলে কী ফল পাওয়া যায় জানেন?
অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ১৪ শ্রাবণ, ১৪২৬ বুধবার।
ইং তারিখ: ৩১/০৭/২০১৯।
সময়: দিবা ১১টা ৫৮ মিনিট থেকে।
অমাবস্যা শেষ:
বাংলা তারিখ: ১৫ শ্রাবণ, ১৪২৬ বৃহস্পতিবার।
ইং তারিখ: ০১/০৮/২০১৯।
সময়: সকাল ০৮টা ৪২ মিনিট পর্যন্ত।
অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ১৫ শ্রাবণ, ১৪২৬ বৃহস্পতিবার।
ইং তারিখ: ০১/০৮/২০১৯।
সময়: সকাল ০৮টা ৪২ মিনিট পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ১৪ শ্রাবণ, ১৪২৬ বুধবার।
ইং তারিখ: ৩১/০৭/২০১৯।
সময়: দিবা ১১টা ০১ মিনিট থেকে।
অমাবস্যা শেষঃ:
বাংলা তারিখ: ১৫ শ্রাবণ, ১৪২৬ বৃহস্পতিবার।
ইং তারিখ: ০১/০৮/২০১৯।
সময়: সকাল ০৮টা ৫৯ মিনিট পর্যন্ত।
অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ১৫ শ্রাবণ , ১৪২৬ বৃহস্পতিবার।
ইং তারিখ: ০১/০৮/২০১৯।
সময়: সকাল ০৮টা ৫৯ মিনিট পর্যন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy