Advertisement
২৩ জানুয়ারি ২০২৫

৫১ পীঠের অবস্থান এবং কোথায় দেবীর কোন অঙ্গ পড়েছিল জানেন?

দেখে নেওয়া যাক এই ৫১ পীঠ কোথায় এবং দেবীর দেহের কোন খণ্ড কোন স্থানে পড়েছিল

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

দেবী সতী দক্ষ রাজার অমতে মহাদেবকে বিবাহ করেছিলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী। ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন মহাদেব। পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে, সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। এই সব কটি জায়গাকে সতীপীঠ বলা হয়। সতীর ৫১ পীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলি প্রত্যেক হিন্দুর কাছে পরম পবিত্রের জায়গা। বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে এই ৫১ পীঠ। ভারতবর্ষ-সহ বাংলাদেশ,পাকিস্তান, শ্রীলঙ্কায় এই ৫১টি পীঠ অবস্থিত।

এখন দেখে নেওয়া যাক এই ৫১ পীঠ কোথায় এবং দেবীর দেহের কোন খণ্ড কোন স্থানে পড়েছিল-

১। হিঙ্গুলা(হিংলাজ)— সতীর ব্রহ্মরন্ধ্র, করাচি, পাকিস্তান।

২। করবীর/সর্করারে- দেবীর ত্রিনেত্র, করাচি, পাকিস্তান।

৩। সুগন্ধা- দেবীর নাসিকা, বরিশাল,বাংলাদেশ।

৪। অমরনাথ- সতীর কন্ঠ, শ্রীনগর।

৫। জ্বালামুখী- সতীর জিহ্বা, পাঠানকোট।

৬। জালন্ধর- সতীর বামস্তন, জালন্ধর, পঞ্জাব।

৭। বৈদ্যনাথ- সতীর হূদপিণ্ড, দেওঘর, ঝাড়খণ্ড।

৮। মানস- সতীর ডান হাত, মানস সরোবর।

৯। নেপাল- সতীর জানুদ্বয়, গুজ্যেশ্বরী মন্দির, নেপাল।

১০। উৎকল বিরজাক্ষেত্র- সতীর নাভী, পুরীর মন্দির চত্বরে।

১১। গণ্ডকী- সতীর গণ্ডদেশ, মুক্তিনাথ মন্দির, নেপাল।

১২। বহুলা- সতীর বাম বাহু, কেতুগ্রাম, বর্ধমান।

১৩। উজানী- দেবীর ডান কনুই, গুসকরা, বর্ধমান।

১৪। চট্রল/চট্রগ্রাম- সতীর ডান বাহু, চট্রগ্রাম, বাংলাদেশ।

১৫। ত্রিপুরা- সতীর ডান পা, ত্রিপুরেশ্বরী মন্দির, ত্রিপুরা।

১৬। ত্রিস্রোতা- সতীর বাম পা, জলপাইগুড়ি।

১৭। কামরূপ কামাক্ষা- সতীর যোনি, গুয়াহাটি।

১৮। যুগাদ্যা- সতীর ডান পাদাঙ্গুষ্ঠ, ক্ষীরগ্রাম, বর্ধমান।

১৯। কালিঘাট- সতীর ডান পাদাঙ্গুলি, কালিঘাট, কলকাতা।

২০। প্রয়াগ- দেবীর হাতের আঙুল, এলাহাবাদ।

২১। জয়ন্তী/জয়ন্তাতে- সতীর বাঁ জঙ্ঘা, শ্রীহট্র, বাংলাদেশ।

২২। কিরীট/কিরীটকোণা- সতীর কিরীট অঙ্গ, মুর্শিদাবাদ।

২৩। বারাণসী- দেবীর কর্ণ, বারাণসী।

২৪। কন্যাশ্রম- দেবীর পৃষ্ঠদেশ, তামিলনাডু।

২৫। কুরুক্ষেত্র- দেবীর গুল্ফ, হরিয়ানা।

২৬। মনিবেদ/মনিবেদিক- দেবীর মনিবদ্ধ, রাজস্থান।

২৭। শ্রীশৈল- দেবীর কর্ণকুণ্ডল, শ্রীহট্র, বাংলাদেশ।

২৮। কাঞ্চিদেশ- দেবীর কঙ্কাল, কঙ্কালীতলা, বোলপুর।

২৯। কালমাধব- দেবীর বাঁ নিতম্ব, মধ্যপ্রদেশ।

আরও পড়ুন: আপনার জন্মকুণ্ডলী থেকে জেনে নিন আপনার স্ত্রীর চরিত্র কেমন হতে পারে (প্রথম অংশ)

৩০। শোন- দেবীর ডান নিতম্ব, মধ্যপ্রদেশ।

৩১। রামগিরি- দেবীর ডান স্তন, উত্তরপ্রদেশ।

৩২। বৃন্দাবন- দেবীর কেশজাল, ভূতেশ্বর মন্দির।

৩৩। শূচি বা অনল- দেবীর ওপরের দাঁতের পাটি, কন্যাকুমারী, ত্রিবান্দ্রম।

৩৪। পঞ্চসায়র- দেবীর অধোদন্তপংক্তি, সঠিক অবস্থান অজানা।

৩৫। করতোয়াতট- সতীর তল্প, বগ্ডুড়া, বাংলাদেশ।

৩৬। শ্রীপর্বত- সতীর ডান তল্প, গুন্টুর, অন্ধ্রপ্রদেশ।

৩৭। বিভাষ- দেবীর বাম গুল্ফ, তমলুক, মেদিনীপুর।

৩৮। প্রভাস- দেবীর উদর, কাথিয়াওয়ারা।

৩৯। ভৈরব পর্বত- দেবীর ঊর্ধ্ব ওষ্ঠ, উজ্জয়িনী, মধ্যপ্রদেশ।

৪০। জনস্থানে/জলেস্থলে- সতীর চিবুক, নাসিক, মহারাষ্ট্র।

৪১। গোদাবরীতট- সতীর বাম গণ্ড, রাজমহেন্দ্রী, অন্ধ্রপ্রদেশ।

৪২। রত্নাবলী- দেবীর ডান স্কন্ধ, খানাকুল, হুগলী।

৪৩। মিথিলা- দেবীর বাম স্কন্ধ, সঠিক স্থান অজানা।

৪৪। নলহাটি- দেবীর নলা, নলহাটি, বীরভূম।

৪৫। কর্ণাট- দেবীর কর্ণদ্বয়, সঠিক স্থান অজানা।

৪৬। বক্রেশ্বর- দেবীর মন/ভ্রূমধ্যস্থ, দুবরাজপুর, বীরভূম।

৪৭। যশোহর- দেবীর পানিপদ্ম, খুলনা, বাংলাদেশ।

৪৮। অট্রহাস- দেবীর ওষ্ঠ, লাভপুর, বীরভূম।

৪৯। নন্দপুর- দেবীর হার, সাঁইথিয়া, বীরভূম।

৫০। লঙ্কা- দেবীর নূপুর, শ্রীলঙ্কা।

৫১। বিরাট- দেবীর উত্তর পাদাঙ্গুলি, জয়পুর।

অন্য বিষয়গুলি:

51 Peeth Rashi Kali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy