আপনার রাশিচক্রে ও জীবনে উল্লেখিত ইঙ্গিতগুলির প্রভাব পড়ছে কি না দেখে নিনঃ-
১। ধনু লগ্ন বা রাশির পক্ষে শনি অশুভ ফল দেওয়ার ক্ষমতা রাখেন।
২। পরীক্ষা করে দেখা গিয়েছে ধনু এবং মীন লগ্ন রাশির সঠিক প্রতিকার ও কাজ দিতে অনেক সময় নেয়।
৩। শনি+রবির অশুভ সংযোগ মেরুদণ্ডে সমস্যা সৃষ্টি করে।
৪। দ্বাদশ ভাব হাসপাতাল নির্দেশ করে।
৫। পঞ্চম পতি গ্রহ শুভ হলে গ্রন্থ প্রণয়ন করাতে পারে।
৬। দশা- অন্তর্দশার সম্পর্ক ষষ্ঠ-অষ্টম হলে চরম অশুভ ফল দিতে পারে।
৭। দিগবল প্রাপ্ত গ্রহ নিজ দশা-অন্তর্দশায় শুভ ফল দেওয়ার ক্ষমতা রাখেন।
৮। বুধ রসায়ন শাস্ত্র নির্দেশ করে।
৯। দ্বাদশ ভাব এবং পতি পীড়িত হলে অনিদ্রা রোগ সৃষ্টি করে।
১০। চতুর্থে ‘শনি’ বা ‘রাহুর’ প্রভাবে বাড়িতে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বেশি খারাপ হতে পারে।
১১। অশুভ(রাহু+মঙ্গল) এবং (শনি+মঙ্গল) নিজ দশা –অন্তর্দশায় এবং প্রভাবিত গ্রহের দশা- অন্তর্দশায় যানবাহনাদি দুর্ঘটনা হয়।
১২। শুক্র বিভূতির কারক গ্রহ।
১৩। শ্মশান নির্দেশ করে শনি এবং রাহু।
১৪। পঞ্চমে রাহু অস্থির মানসিকতা, প্রেম সৃষ্টি করতে পারে।
১৫। দ্বিতীয় পতি দ্বাদশ ভাবে অশুভ ভাবে থাকলে জীবনে কোনও না কোনও সময় অর্থদণ্ড দিতে হয়।
১৫। শনি, মঙ্গল, রাহু, কেতু তন্ত্রকারক গ্রহ।
১৬। রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি ও শক্র কৃষ্ণমন্ত্রের কারক গ্রহ।
১৭। লগ্নের দ্বিতীয়ে বা দ্বাদশে শনি অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে। কোমরে এবং কিডনিতে বা দাঁতে সমস্যা সৃষ্টি করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy