Advertisement
০৫ নভেম্বর ২০২৪

প্রত্যেক দিন স্নানের পর কপালে হলুদের টিকা পরলে কী উপকার হয় জানেন?

অনেকেই স্নানের পর পুজো করে চন্দন, সিঁদুর প্রভৃতি নানা জিনিসের টিকা পরেন। প্রত্যেক দিন টিকা পরার একটি অসাধারণ মাহাত্ম্য আছে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ০০:০৫
Share: Save:

অনেকেই স্নানের পর পুজো করে চন্দন, সিঁদুর প্রভৃতি নানা জিনিসের টিকা পরেন। প্রত্যেক দিন টিকা পরার একটি অসাধারণ মাহাত্ম্য আছে। টিকা পরা অত্যন্ত শুভ একটি বিষয়। এ ছাড়া যদি প্রত্যেক দিন স্নান করার পর হলুদের টিকা পরা হয় তবে অনেক উপকার পাওয়া যায়। হলুদের টিকা পরলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। ফলে জীবনে ভাগ্যের চাকা ঘুরতে বেশি দেরি হয় না। গোটা হলুদ বা গুঁড়ো হলুদ দুটোই ব্যবহার করা যেতে পারে। তবে শুকনো গুঁড়ো হলুদ ব্যবহার করাই শ্রেয়।

হলুদ টিকা পরলে জীবনে কী কী উপকার পাওয়া যায়—

• হলুদের টিকা পরলে মা লক্ষ্মীর কৃপায় অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যায়। সঞ্চয় দ্বিগুণ হয় এবং অর্থনৈতিক দিকে যদি কোনও সঙ্কট থাকে তাও দূর হয়ে যায়।

• হলুদের টিকা পরলে বৃহস্পতিও সন্তুষ্ট হন। বৃহস্পতিকে শক্তিশালী করতে হলুদের টিকা খুব উপকারী।

আরও পড়ুন: এই নামের পুরুষরা জীবনে খুবই লক্ষ্মীশ্রী বউ পেয়ে থাকে

• স্নানের পর এই কাজটি করলে আমাদের কাছে থাকা নেগেটিভ শক্তিরা দূরে সরে যায় এবং খুব সহজেই খারাপ সময় কেটে যায়।

• হলুদের টিকা পরলে মানসিক অবসাদ কাটিয়ে ওঠা যায়। যাঁরা খুব বদমেজাজী, তাঁদের জন্য এটি অত্যন্ত উপকারী।

• যাঁরা অনেক দিন ধরে রোগে ভুগছেন, এই কাজটি করলে তাঁদের রোগ মুক্তি হবে।

• কর্মজীবনে যদি কোনও সমস্যা থাকে, তবে সেই সমস্যারও সমাধান হতে দেখা যায়।

• পরিবারের সকলে মিলে এই কাজটি করলে পারিবারিক শান্তি বজায় থাকে।

অন্য বিষয়গুলি:

Tilak
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE