Advertisement
০৪ জানুয়ারি ২০২৫

আপনার রাশি অনুযায়ী কোন জিনিসটি লাকি জানেন? (দ্বিতীয় পর্ব)

আমাদের দেশে জ্যোতিষ শাস্ত্র নিয়ে আগ্রহের শেষ নেয়। কিন্তু বিশদে জ্যোতিষ পড়ে নিজেদের ভাল মন্দ জানার সময় আমাদের প্রায় কারওরই নেই। তাই প্রশ্ন উঠতে বাধ্য যে, এমন পরিস্থিতিতে কি তা হলে কোনও ভাবেই জেনে ওঠা সম্ভব নয় লাকি চার্ম সম্পর্কে? কে বলল সম্ভব নয়?

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৪
Share: Save:

আমাদের দেশে জ্যোতিষ শাস্ত্র নিয়ে আগ্রহের শেষ নেয়। কিন্তু বিশদে জ্যোতিষ পড়ে নিজেদের ভাল মন্দ জানার সময় আমাদের প্রায় কারওরই নেই। তাই প্রশ্ন উঠতে বাধ্য যে, এমন পরিস্থিতিতে কি তা হলে কোনও ভাবেই জেনে ওঠা সম্ভব নয় লাকি চার্ম সম্পর্কে? কে বলল সম্ভব নয়?

আসুন জেনে নেওয়া যাক কোন রাশির ক্ষেত্রে কোন জিনিসটি লাকি:

১। তুলা: খারাপ শক্তির প্রভাব কমে গিয়ে জীবনের হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরে আসুক, সেই সঙ্গে লেজুড় হোক অফুরন্ত আনন্দ এবং সাফল্য, এমনটাই আপনি নিশ্চয় চাইছেন? তবে দয়া করে একটা ত্রিভুজ কিনে আনতে ভুলবেন না। অথবা ত্রিভুজের ট্যাটুও করাতে পারেন। আসলে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে ত্রিভুজের গুরুত্ব অনেক। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে, এই শো-পিসটি বাড়িতে রাখলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রভাব কমে যেতে শুরু করে। ফলে খারাপ সময় তো কেটে যায়ই, সেই সঙ্গে আর্থিক উন্নতি ঘটার সম্ভাবনাও যায় বেড়ে।

২। বৃশ্চিক: ঘোড়ার খুরের নাল হল এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লাকি চার্ম। এমনটা বিশ্বাস করা হয় যে, এই জিনিসটি সঙ্গে রাখলে বা বাড়ির সদর দরজায় লাগিয়ে রাখলে বাড়িতে খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। সেই সঙ্গে বাড়িতে উপস্থিত নেগেটিভ শক্তির প্রভাবও কমতে শুরু করে। ফলে স্বাভাবিক ভাবেই কোনও বিপদ ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনই নানাবিধ অর্থ সংক্রান্ত ঝামেলা মিটে যেতেও সময় লাগে না।

আরও পড়ুন: আপনার রাশি অনুযায়ী কোন জিনিসটি লাকি জানেন? (প্রথম পর্ব)

৩। ধনু: ফেংশুই সম্পর্কিত শো-পিস যে সব দোকানে বিক্রি হয়, সেখানে খরগোশের পায়ের মতো দেখতে এক ধরনের শো-পিস পাওয়া যায়, যাকে ‘র‍্যাবিট ফুট’ও বলে। এই বিশেষ শো-পিসটি ধনু রাশিদের ক্ষেত্রে বেজায় লাকি। তাই তো এই শো-পিসটি যদি বাড়িতে এনে রাখা যায়, তা হলে ভাগ্য ফিরে পেতে সময় লাগে না। তাই তো বলি বন্ধু, বাকি জীবনটা যদি সুখে-শান্তিতে এবং আনন্দে কাটাতে হয়, তা হলে এই টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন!

৪। মকর: চারটি পাতা এক সঙ্গে জুড়ে রয়েছে, এমন একটা পত্রগুচ্ছ যদি জোগাড় করতে পারেন, তা হলে ভাগ্য ফিরে যেতে দেখবেন সময় লাগবে না। সেই সঙ্গে রোগ-ব্যাধি তো দূরে পালাবেই, মিলবে আরও অনেক উপকার। আর্থিক উন্নতির সঙ্গে কর্মক্ষেত্রে একের পর এক উন্নতি লাভের সুযোগ আসতেও শুরু করবে। ফলে জীবনের ক্যানভাসটা আরও রঙিন হয়ে উঠবে। তবে একথা জেনে রাখা ভালে যে, এমন পাতা পাওয়াটা কিন্তু এক কথায় অসম্ভব। কারণ প্রায় ১০,০০০ গাছের মধ্যে হয়তো একটি গাছে এমন চারটি পাতা একসঙ্গে লেগে থাকতে দেখা যায়।

কথাটা শোনার পর নিশ্চয় মন খারাপ লাগছে? চিন্তা করবেন না, এমন পাতা না পেলেও মকর রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ফিরিয়ে দেওয়া সম্ভব। কী ভাবে? আসলে বেশ কিছু বইয়ে এমন উল্লেখ পাওয়া যায় যে, এই রাশির অধিকারীরা যদি বাড়িতে ড্রাগনের একটা মূর্তি বা ছবি এনে রাখেন, তা হলে নাকি দারুন উপকার পাওয়া যায়।

৫। কুম্ভ: জ্যোতিষশাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে, এই রাশির জাতক-জাতিকারা যদি সঙ্গে ঝিঁঝিঁ পোকার ছবি রাখতে পারেন, তা হলে দারুন সব উপকার মেলে।

৬। মীন: এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লাকি চার্ম হল ‘ড্রিম ক্যাচার’। এই জিনিসটি বেডরুমে রাখলে খারাপ শক্তি ধারে কাছে ঘেঁষতে পারে না। ফলে খারাপ সময়ের খপ্পরে পড়ার আশঙ্কা কমে। সেই সঙ্গে সৌভাগ্য সঙ্গী হয়ে ওঠে। শুধু তাই নয়, এমনটাও বিশ্বাস করা হয় যে, এই শো-পিস শোয়ার ঘরে রাখলে খারাপ স্বপ্ন আসার আশঙ্কা কমে, অনিদ্রার মতো সমস্যাও দূর হয়। ফলে শরীর এবং মন চাঙ্গা হয়ে উঠতে সময় লাগে না।

অন্য বিষয়গুলি:

Lucky Charm Birth Sign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy