জন্ম সময়ে চন্দ্র বৃষস্থ হলে জাতক শ্রীমান, বিলাসী, বিশাল ঊরু, পৃষ্ঠে, বদনে বা পার্শ্বে চিহ্নযুক্ত, ত্যাগশীল, সহিষ্ণু, প্রভু, কন্যা সন্ততিযুক্ত, ক্ষমাশীল, পেটুক, প্রমোদপ্রিয়, শেষ দশায় সুখী, স্থিরবন্ধু, উন্নতমনা হন। জেদ রক্ষা করতে বিশেষ যত্নবান (একগুঁয়ে) ও রোমযুক্ত গাত্র হন।
এখন দেখে নেওয়া যাক রাশি ভেদে আপনার প্রেম, বন্ধুত্ব ও বিবাহ কেমন হবে:
বৃষ পুরুষ ও মেষ নারী: মেষ রাশির নারীরা উদার মানসিকতার হয় এবং মেজাজ কড়া হলেও এঁদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে বৃষ পুরুষদের সঙ্গে সম্পর্ক মধুর হয়।
বৃষ পুরুষ ও বৃষ নারী: একই রাশির নর-নারী হওয়ায় সাধারণত এই রাশির জাতকদের প্রেম, বিবাহ সুখের হয়।
বৃষ পুরুষ ও মিথুন নারী: মিথুন নারীরা বুদ্ধিমতী হন। এঁরা যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারেন। যে জন্য বৃষ রাশির পুরুষদের সঙ্গে সম্পর্ক সাধারণত ভালই থাকে।
বৃষ পুরুষ ও কর্কট নারী: কর্কট নারীরা সাধারণত পুরুষদের অন্যদের চেয়ে বেশি ভালবাসা দিতে পারেন। সকল বিষয়ে এঁদের চাহিদাও বেশি থাকে। তাই বৃষ পুরুষরা এঁদের বুঝে উঠতে পারলে এই জুটির সম্পর্ক ভালই হয়।
বৃষ পুরুষ ও সিংহ নারী: সিংহ রাশির নারীরা বেশির ভাগই বিলাসিতা করতে পছন্দ করেন। ভালবাসার কাছে এঁরা দুর্বল। বৃষ পুরুষ এঁদের মনের উপর প্রভাব খাটাতে চাইলে অনেক ক্ষেত্রেই গণ্ডগোলে পড়তে হয়।
বৃষ পুরুষ ও কন্যা নারী: কন্যা রাশির নারী সাধারণত স্পষ্টবাদী হয়ে থাকেন। তার পরেও বৃষ পুরুষদের সঙ্গে এঁদের প্রেম বিবাহ শুভ হয়।
বৃষ পুরুষ ও তুলা নারী: তুলা নারী বুদ্ধিমতী। তাই এই জুটি সাধারণত সুখী হয়।
আরও পড়ুন: মেষ রাশির পুরুষের প্রেম, বন্ধুত্ব ও বিবাহ কেমন হবে
বৃষ পুরুষ ও বৃশ্চিক নারী: বৃশ্চিক নারী স্বভাবতই আবেগপ্রবণ আর বৃষ পুরুষ বাস্তববাদী, জেদী। ভুল বোঝাবুঝিতে এঁদের সম্পর্ক ততটা সুখের নাও হতে পারে।
বৃষ পুরুষ ও ধনু নারী: এই জুটির প্রেম বিবাহ একটি আদর্শ সম্পর্ক বলে পরিচিত।
বৃষ পুরুষ ও মকর নারী: বৃষ পুরুষের সঙ্গে মকর রাশির নারীদের প্রেম, বিয়ে শুভ হয়।
বৃষ পুরুষ ও কুম্ভ নারী: কুম্ভ নারী সাধারণত কল্পনাপ্রবণ, স্বল্প বিলাসী। বৃষ পুরুষের সঙ্গে একবার বোঝাপড়া হয়ে গেলে চমৎকার জুটিতে পরিণত হয়।
বৃষ পুরুষ ও মীন নারী: বৃষ পুরুষদের সঙ্গে মীন নারীর প্রেম, বিয়ে শুভ বলা যেতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy